Tecno Phones: গ্লোবাল মার্কেটের সঙ্গেই ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন। জানা গিয়েছে, এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে। অর্থাৎ সাধ্যের মধ্যেই থাকবে টেকনো সংস্থার আসন্ন এই ফোনের দাম। এবার ভারতে লঞ্চ হবে টেকনো স্পার্ক গো ১ মডেল (Tecno Spark Go 1)। এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে সম্ভাব্য ফিচার এবং সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক টেকনো সংস্থার সস্তার স্মার্টফোনে ইউজারদের জন্য কী কী ফিচার থাকতে চলেছে। 


টেকনো স্পার্ক গো ১ ফোন কবে লঞ্চ হতে পারে, দাম কত হতে পারে এই ফোনের, কেমনই বা হতে চলেছে এই ফোনের ডিজাইন এবং রং, জেনে নিন (সব তথ্যই সম্ভাব্য, লঞ্চের সময় হেরফের হতে পারে) 



  • ভারতে এবং গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক গো ১ ফোন। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও জানা যায়নি। 

  • ভারতে এই ফোনের দাম হতে পারে ৮৪০০ টাকার আশপাশে। অর্থাৎ ১০ হাজার টাকার কমে কেনা যাবে টেকনো স্পার্ক গো ১ ফোন। 

  • কালো এবং সাদা রঙে ও স্লিক অর্থাৎ সরু ডিজাইনে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। অর্থাৎ মডেলটি বেশ পাতলা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • ফোনের ব্যাক প্যানেলে সামান্য উঁচু রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। চৌকো আকৃতির ক্যামেরা মডিউল লক্ষ্য করা যাবে সম্ভবত। 

  • ক্যামেরা মডিউলের সাইডের অংশ হবে সামান্য গোলাকার। দুটো ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে একটি ফ্ল্যাশ ইউনিট। 

  • ফোনের ডান দিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকতে সম্ভবত। 

  • ডিসপ্লের উপর থাকতে চলেছে হোল পাঞ্চ স্লট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। 


এবার দেখে নেওয়া যাক টেকনো স্পার্ক গো ১ ফোনের সম্ভাব্য ফিচারের তালিকা 



  • ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে টেকনো সংস্থার আসন্ন ফোনে। Android 14 Go Edition- এর সাপোর্টে পরিচালিত হতে পারে এই ফোন। 

  • এই ফোনে একটি Unisoc T615 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৬৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সাপোর্ট থাকতে পারে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে টেকনো স্পার্ক গো ১ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। 

  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এটি একটি ৪জি ফোন হতে চলেছে। 

  • ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে টেকনো স্পার্ক গো ১ ফোনে। আর ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভো-র নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই মডেলে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।