Tecno Spark Go 2023: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন টেকনো স্পার্ক গো (২০২৩) (Teco Spark Go 2023)। একাধিক রঙে লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি কোয়াড কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। টেকনো সংস্থার নতুন ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে এই ফোনের ব্যাটারি প্রায় ১২৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম দেবে বলে দাবি করেছে সংস্থা।
ভারতে টেকনো স্পার্ক গো (২০২৩) ফোনের দাম
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এছাড়াও ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো (২০২৩) ফোন। তবে এই দুই ভ্যারিয়েন্টের দাম এখনও জানা যায়নি। জানা গিয়েছে, Endless Black, Nebula Purple, Uyuni Blue colour- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো (২০২৩) ফোন।
টেকনো স্পার্ক গো (২০২৩) ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
- অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এই ফোনে। HiOS 12.0- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এখানে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে।
- এই ফোনের র্যামের পরিমাণ ৪ জিবির পরেও আরও ৩ জিবি বাড়ানো যায়। অর্থাৎ মোট ৭ জিবি হতে পারে এই ফোনের র্যামের পরিমাণ।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি AI লেন্স রয়েছে। এছাড়াও ফোনের ডিসলের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- টেকনো সংস্থার এই ফোনের ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ফোর্স ব্ল্যাক এবং মেটাভার্স ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২আই ফোন। আগামী ৩০ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন- ফোন লঞ্চ করবে কোকা-কোলা, ভারতেও আসবে সেই স্মার্টফোন