Tecno Smartphones: টেকনো (Tecno) সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৪ ডিসেম্বর দেশে আসছে টেকনো স্পার্ক গো ২০২৪ (Tecno Spark Go 2024) মডেল। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। এখনও ফোনের নির্দিষ্ট দাম জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৮০০০ টাকার কম হবে ভারতে। মালয়েশিয়ায় এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ভারতীয় মুদ্রায় এর দাম আনুমানিক ৭২০০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু মালয়েশিয়া নয় বিশ্বের বেশ কিছু দেশে টেকও স্পার্ক গো ২০২৪ ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই ফোন টেকনো স্পার্ক গো ২০২৩ মডেলের সাকসেসর। টেকনো স্পার্ক গো ২০২৪ মডেলে রয়েছে একটি Unisoc T606 SoC, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 


টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে


টেকনো সংস্থার দাবি তাদের কোম্পানির আসন্ন ফোন এই সেগমেন্টের প্রথম এমন ডিভাইস হতে চলেছে যেখানে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডট-ইন ডিসপ্লে থাকবে এবং তার সঙ্গে থাকবে ডায়নামিক পোর্ট। এই ফোনে ডিটিএস ডুয়াল স্টিরিও স্পিকার থাকারও কথা শোনা গিয়েছে। টেকনো সংস্থার দাবি এই সেগমেন্টের অন্যান্য ফোনের তুলনায় টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনের স্পিকারে প্রায় ৪০০ শতাংশ বেশি জোরে আওয়াজ শোনা যাবে। টেকনো সংস্থার আসন্ন ফোনে যে ডায়নামিক পোর্ট ফিচার দেখা যাবে তা অনেকটাই অ্যাপেলের আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। পিল শেপের অর্থাৎ ক্যাপস্যুলের মতো দেখতে এটি একটি পপ-আপ অ্যানিমেশন যা ডিসপ্লের একদম উপরের অংশে থাকবে এবং সেখানে নোটিফিকেশন ও অন্যান্য তথ্য দেখা যাবে। ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হবে টেকনো স্পার্ক গো ২০২৪ ফোন। এছাড়াও অ্যাড্রয়েড ১৩ বেসড HiOS 13.0- এর সাপোর্ট থাকবে এই ফোনে। 


টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসরের সঙ্গে থাকবে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি টাইপ সি ইউএসবি পোর্টের সাপোর্টও থাকবে টেকনো সংস্থার এই ফোনে। আর থাকবে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি।


আরও পড়ুন- শক্তিশালী প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোন, কোন চিপসেট থাকবে?