YouTube Premium Subscription: এখন আরও বেশি সময়ের জন্য পাওয়া যাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন (YouTube Premium Subscription)। এই মেম্বারশিপ থাকলে ইউজাররা বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট (ad-free content) দেখতে পাবেন। অর্থাৎ ভিডিওর মাঝে বারবার বিজ্ঞাপন দেখা যাবে না। এমনটা হলে সত্যিই বেশ বিরক্তি লাগে। ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে ভিডিওর মাঝে আর বিজ্ঞাপন দেখতে হবে না ইউজারদের। এর পাশাপাশি পাওয়া যাবে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের সুবিধাও। অর্থাৎ ইউটিউবে কোনও কিছু চালিয়ে আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য কাজও করতে পারবেন। ভারতের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে ১২৯ টাকা এবং তিনমাসের জন্য ৩৯৯ টাকা। তবে বর্তমানে তিনমাসের জন্য যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান ইউটিউব চালু করেছে তা পাওয়া যাবে একদম বিনামূল্যে। অর্থাৎ ফ্রিতে পরিষেবা পাবেন ইউজাররা। ইউটিউবের এই তিনমাসের ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কতদিন চালু থাকবে তা জানা যায়নি। অতএব যাঁরা এই পরিষেবা পেতে চান, তাঁরা বেশি দেরি না করাই ভাল। কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই ইউটিউবের এই ফ্রি সার্ভিস পেতে পারেন আপনি। 


কীভাবে পাবেন


এখনও পর্যন্ত যাঁরা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনেননি, তাঁরাই এই ফ্রি পরিষেবা পাবেন। এই অফার পাওয়ার পথ খুবই সহজ। প্রথমে ইউটিউব অ্যাপ খুলতে হবে। এরপরপ্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এবার বেছে নিতে হবে Get YouTube Premium অপশন। এরপর তিন মাসের ফ্রি অফার বেছে নিতে হবে। তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন অপশনে ট্যাপ করে ইউজারকে নিজের ব্যাঙ্কের কার্ডের বিস্তারিত বিবরণ দিতে হবে। তিনমাসের ফ্রিন সাবস্ক্রিপশন শেষ হলে মাসে ১২৯ টাকা দিতে হবে ইউজারদের। এই টাকা দিতে না চাইলে অফার শেষ হওয়ার কয়েকদিন আগে সাবস্ক্রিপশন ক্যানসেল করে দেওয়া প্রয়োজন। 


যদি ইউজারের দুটো ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি ব্যবহার না হওয়া একটি অ্যাকাউন্টের ভিত্তিতে ইউটিউবের এই সাবস্ক্রিপশনের জন্য আবেদন করতে পারবেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া থাকলে ইউটিউব মিউজিক অ্যাপ ফ্রিতে ব্যবহারের সুযোগ পাবেন ইউজার। এছাড়াও ইউটিউব অ্যাপে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যাবে। ইউটিউব মিউজিক অ্যাপ থেকে গান ডাউনলোডের সুযোগ পাবেন ইউজাররা। এছাড়াও দেখতে পাওয়া যাবে ভিডিও। বিজ্ঞাপন ছাড়া ৮০ মিলিয়নের বেশি গান এবং অন্যান্য কনটেন্টের অ্যাকসেস পাবেন ইউজাররা। এমনকি অ্যাপ বন্ধ করেও গান চালু রাখা যাবে। সেই সময়ে অন্য কাজ করতে পারবেন ইউজাররা। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে +84, +62, +60 - এই জাতীয় আন্তর্জাতিক নম্বর থেকে আসছে ফোন! সতর্ক থাকতে কী কী করবেন?