Electric Bikes: দেশে উন্নত প্রযুক্তির ইলেকট্রিক বাইক আনতে আগেই উদ্যোগ নিয়েছে হিরো (Hero Electric Motorcycle)। সেপ্টেম্বরেই আমেরিকার কোম্পানি জিরোর (Zero Motorcycles) সঙ্গে হাত মেলানোর কথা শুরু হয় হিরো মোটোকর্পের (Hero MotoCorp)। চলতি বছরের মার্চেই রূপ পায় সেই চুক্তি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ভারতে দেখা যাবে হিরো-জিরোর যৌথ উদ্যোগের ফল।


সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, এই অংশীদারিত্বের পরই দেশে ইলেকট্রিক বাইক আনতে চলেছে হিরো মোটোকর্প। শীঘ্রই সেই সুবাদে ভারতে প্রিমিয়াম বাইক আনতে পারে কোম্পানি। দেশে এই বাইকগুলি Hero বা এর সাব-ব্র্যান্ড Vida-র ব্র্যান্ডে লঞ্চ করা হতে পারে।


Hero Electric Motorcycle: হিরো-জিরোর জোটে নতুন বাইক
বাইক উৎসাহীদের মতে, উভয় কোম্পানির জন্যই কাজে আসবে এই চুক্তি। কারণ জিরোর ইতিমধ্যেই ইলেকট্রিক পাওয়ারট্রেন রয়েছে। কোম্পানির সক্ষমতাকে কাজে লাগিয়ে Hero MotoCorp উৎপাদন ও বিপণনে সক্ষমতা বাড়াতে পারে৷ কোম্পানির প্রতিবেদনে অবশ্য ভারতে কে এই ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করবে তা নির্দিষ্ট করেনি। শোনা যাচ্ছে, Hero তাদের নিজস্ব কিছু ইলেকট্রিক বাইকও তৈরি করেছে। Harley-Davidson X440-এর মতোই পণ্য় দিতে চলেছে কোম্পানি।।


Electric Bikes: জিরো দুই ধরনের ইলেকট্রিক বাইক তৈরি করে
ইউএস ইভি নির্মাতা জিরোর বর্তমানে দুটি ধরনের বৈদ্যুতিক মোটরসাইকেল রয়েছে - স্ট্রিট ও ডুয়াল স্পোর্ট। উভয়েরই পাঁচটি মডেল রয়েছে। হিরো তার প্রযুক্তি ব্যবহার করে একটি ইলেকট্রিক ডুয়াল স্পোর্ট বাইকও তৈরি করতে পারে।


Hero Electric Motorcycle: হার্লে ডেভিডসন বাইকের মতো দাম হতে পারে


বর্তমানে, ভারতে বৈদ্যুতিক মোটরসাইকেলের সংখ্যা খুব কম। তবে আল্ট্রাভায়োলেট F77 নামে একটি প্রিমিয়াম মডেল রয়েছে। Hero MotoCorp যদি ভারতে জিরো ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি করা শুরু করে তাহলে এর দাম হারলে ডেভিডসন X440-এর মতো হতে পারে।


Tata Motors: ভারতীয় বাজারে গাড়ি বিক্রির সংখ্যায় এবার Hyundai Motor India কে চ্যালেঞ্জ ছুড়ছে টাটা মোটরস। দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি (Auto) প্রস্তুতকারক হওয়ার জন্য নতুন কৌশল নিয়েছে কোম্পানি। আগামী কয়েক মাসের মধ্যে নতুন মডেল, বিশেষ সংস্করণ ও কোম্পানির বর্তমান মডেলগুলির ফেসলিফ্ট আপডেট সহ লঞ্চ করতে চলেছে টাটা মোটরস।


কোম্পানি তার চারটি জনপ্রিয় SUV- নেক্সন, নেক্সন ইভি, হ্যারিয়ার এবং সাফারি মিড-লাইফ আপডেট সহ লঞ্চ করবে। এছাড়াও, কোম্পানির দ্বিতীয় সর্বাধিক বিক্রিত মডেল পাঞ্চও CNG ভেরিয়েন্ট এবং বৈদ্যুতিক সংস্করণে লঞ্চ করা হবে। জেনে নিন, কোন কোন গাড়ি আসছে বাজারে । 


আরও পড়ুন :Upcoming Tata SUV: ভারতের বাজারে আসবে টাটার এই এসইউভিগুলি, থাকবে বৈদ্যুতিক মডেল


Car loan Information:

Calculate Car Loan EMI