TikTok Tops in 2021: ২০২১ সাল ভালই গেল টিকটকের(TikTok)। সবথেকে বেশি দেখা ওয়েবসাইটের পর এবার সবথেকে বেশি ডাউনলোডেড অ্যাপের তকমা পেল এই চিনা অ্যাপ কোম্পানি।


TikTok Tops in 2021: মোবাইল ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স কোম্পানি অ্যাপ অ্যানির মতে, ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ডাউনলোডের সংখ্যা অনুযায়ী এক নম্বরে রয়েছে টিকটকের নাম। iOS ও Google প্লে স্টোরের পরিসংখ্যান স্থান পেয়েছে এই তথ্যে।  Instagram, Facebook, WhatsApp Messenger ও Snapchat-কে পিছনে ফেলে ডাউনলোডের নিরিখে একে উঠে এসেছে টিকটক।


TikTok Tops in 2021: সংখ্যাতত্ব বলছে, ২০২১ সালে সবথেকে বেশি ডাউনলোড হয়েছে Brain Story: Tricky Puzzle”, “Poppy Rope Game”, “Metro Parkour”, “Free Fire” ও “ROBLOX”-এর মতো জনপ্রিয় গেমগুলি। বিশ্বে ডাউনলোডের নিরিখে প্রথম পাঁচেই রয়েছে এই গেমগুলির নাম।


TikTok Tops in 2021: সম্প্রতি বছরের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসাবে টেক জায়ান্ট গুগলকে টেক্কা দিয়েছে TikTok। আইটি সুরক্ষার সংস্থা ক্লাউডফ্লেয়ারের একটি প্রতিবেদন বলছে, ভাইরাল ভিডিও অ্যাপটি মার্কিন সার্চ ইঞ্জিনের থেকে বেশি হিট পায়। র‌্যাঙ্কিং বলছে, ভিজিটরের বিচারে TikTok এই বছরের ফেব্রুয়ারি, মার্চ ও জুনে গুগলকে শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছে। অগাস্ট থেকে এক নম্বর অবস্থানে রয়েছে টিকটক। চিন ভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্মের এখন সারা বিশ্বে এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। সেই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2020 সালের জুনে, ভারত সরকার চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিও অ্যাপটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।


TikTok Tops in 2021: তবে এই প্রথমবার নয় । কিছুদিন আগেই ২০২১ সালের সবথেকে বেশি ভিজিটেড সাইটের তকমা পেয়েছে টিকটক। যেখানে সার্চ ইঞ্জিন গুগল, অ্যাপলের ওয়েবসাইটকেও পিছনে ফেলে দিয়েছে চিনা ওয়েবসাইট টিকটক। সার্চ ইঞ্জিন হিসাবে এমনিতেই গুগলের সারা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে। সেখানে টিকটক 'মোস্ট ভিজিটেড সাইট হওয়ায়' হতবাক হয়েছেন অনেকেই।


আরও পড়ুন: Income Tax Return-এর সময়সীমা কি বাড়ছে ? কী জানাল কেন্দ্র ?