TikTok Music App: শর্ট ভিডিওর (Short Video) জন্য জনপ্রিয় অ্যাপ টিকটক (TikTok App)। ভারতে যদিও এই অ্যাপ নিষিদ্ধ হয়েছে। তবে বিশ্বের অনেক দেশেই এখনও বেশ রমরমিয়ে চলে এই অ্যাপ। শোনা যাচ্ছে, এই টিকটক অ্যাপের পেরেন্ট সংস্থা ByteDance এবার টিকটকের ব্র্যান্ডে একটি মিউজিক অ্যাপ (TikTok Music App) লঞ্চ করতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপ কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে খুব তাড়াতাড়িই অন্যান্য বাজারচলতি মিউজিক অ্যাপের সঙ্গে পাল্লা দিতে টিকটকের মিউজিক অ্যাপ যে ময়দানে নামবে সেটা বোঝাই যাচ্ছে।


টিকটকের মিউজিক অ্যাপে কী কী থাকতে পারে


শোনা যাচ্ছে, অন্যান্য মিউজিক অ্যাপের মতোই টিকটকের মিউজিক অ্যাপেও থাকতে চলেছে প্লে, শেয়ার এবং ডাউনলোডের সুবিধা। এর পাশাপাশি ইউজাররা প্লেলিস্ট ক্রিয়েট, শেয়ার এবং রেকমেন্ড করার অপশনও পাবেন বলে শোনা গিয়েছে। এছাড়াও মিউজিকে কমেন্ট করা, অডিও এবং ভিডিওর লাইভস্ট্রিম করার সুবিধাও থাকবে ইউজারদের হাতে। সম্প্রতি Insider- এর patent reports থেকে এইসব তথ্য জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে মে মাসে টিকটকের পেরেন্ট সংস্থা বাইটড্যান্স US Trademark Office- এ একটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করেছে। টিকটক মিউজিক অ্যাপের উল্লেখ রয়েছে সেখানে।


ByteDance- এর বর্তমান মিউজিক অ্যাপ


টিকতকের পেরেন্ট সংস্থা ByteDance- এর একটি মিউজিক অ্যাপ ইতিমধ্যেই রয়েছে। তার নাম Resso। ২০২০ সালে লঞ্চ হয়েছে এই মিউজিক অ্যাপ। ভারতে টিকটক নিষিদ্ধ হয়ে গেলেও এই Resso অ্যাপ চালু রয়েছে। এছাড়াও ব্রাজিল এবং ইন্দোনেশিয়াতেও চালু রয়েছে এই মিউজিক অ্যাপ। টিকটকে যেসমস্ত শর্ট ভিডিও রয়েছে তার ব্যাকগ্রাউন্ডে থাকা গান পুরো শুনতে চাইলে ইউজাররা এই Resso অ্যাপে যেতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত পরিসংখ্যান অনুসারে টিকটকের পেরেন্ট সংস্থা বাইটড্যান্সের মিউজিক অ্যাপ Resso- র ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় প্রায় ৪০ লক্ষ ইউজার রয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি মাস, এই সময়ের মধ্যে Resso অ্যাপে বৃদ্ধি হয়েছে ৩০৪ শতাংশ। অর্থাৎ এই মিউজিক অ্যাপ কতটা জনপ্রিয় তা আন্দাজ করাই যাচ্ছে।


অর্থাৎ টিকটকের মিউজিক অ্যাপ লঞ্চ হলে সেটাও ব্যাপকভাবে জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপেল মিউজিক, গানা- এইসব মিউজিক অ্যাপের সঙ্গে টিকটকের মিউজিক অ্যাপ জোরদার পাল্লা দেবে বলেও মনে করা হচ্ছে।


আরও পড়ুন- নতুন ফিচারে হোয়াটসঅ্যাপের চমক, গ্রুপ থেকে মেসেজ ডিলিট করতে পারবেন অ্যাডমিনরা