Smartwatch: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ (Smartwatch)। একাধিক সংস্থা ইতিমধ্যেই দেশে স্মার্টওয়াচ লঞ্চ করেছে। সেই তালিকায় বিদেশি কোম্পানির সঙ্গে পাল্লা দিচ্ছে ভারতের নিজস্ব সংস্থাও। আজকাল বিশেষ করে তরুণ প্রজন্মের অত্যন্ত পছন্দের ডিভাইস হল স্মার্টওয়াচ। প্রায় সব কোম্পানির স্মার্টওয়াচই ফিটনেস ব্যান্ড (Fitness Band) হিসেবেও ব্যবহার করা সম্ভব। একাধিক হেলথ ফিচার (Health Feature) এবং বিভিন্ন হেলথ ট্র্যাকার ও হেলথ ফিচার মনিটরিং সিস্টেম নিয়ে তৈরি হয় এইসব স্মার্টওয়াচ। আর তাই সেইদিকেই ঝুঁকেছে তরুণ প্রজন্ম। স্মার্টফোনের মতো স্মার্টওয়াচ কেনার ক্ষেত্রেও বেশ কয়েকটি জিনিসের খেয়াল রাখা প্রয়োজন। তাই একনজরে দেখে নিন স্মার্টওয়াচ কেনার আগে কী কী বিষয়ে খেয়াল রাখবেন। 


কমফোর্টেবল ফিট- স্মার্টওয়াচ কেনার আগে দেখে নেওয়া প্রয়োজন যে আপনি রিস্ট বা কবজিতে সাবলীল ভাবে তা পরতে পারছেন কিনা। অর্থাৎ আপনার হাতে স্মার্টওয়াচ ঠিকভাবে ফিট হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া প্রয়োজন। অনেকসময় স্মার্টওয়াচ খুব ভারী হয়ে গেলে পরতে অসুবিধা হয়। অতএব স্মার্টওয়াচ হাতে ঠিকভাবে ফিট হওয়া ভীষণ ভাবে প্রয়োজন।


সুবিধাজনক ফিচার- প্রায় সব সংস্থার স্মার্টওয়াচেই আজকাল একাধিক স্পোর্টস মোড, বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচার থাকে। তাই কেনার আগে ভালভাবে বিশদে স্মার্টওয়াচের ফিচার সম্পর্কে জেনে নিন। সেই সঙ্গে দেখে নিন ওয়াচ ফেসের সুবিধা রয়েছে কিনা। আপনার স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য স্মার্টওয়াচ উপযুক্ত কিনা সেটাও দেখে নেওয়া প্রয়োজন। 


অ্যাকিউরেসি- যে স্মার্টওয়াচ কিনতে চলেছেন সেখানে যা যা ফিচার রয়েছে তার মাধ্যমে প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য সেটা যাচাই করে নেওয়া প্রয়োজন। এর জন্য আগে রিভিউ দেখে নিয়ে তারপর স্মার্টওয়াচ কিনুন। তবে হেলথ ফিচারের ক্ষেত্রে একদম চোখ বুজে সব বিশ্বাস না করাই ভাল। অন্য অপশনের মাধ্যমে যাচাই করে নেওয়াও প্রয়োজন।


ব্যাটারি লেভেল- একবার চার্জ দিলে স্মার্টওয়াচে কতক্ষণ চার্জ থাকে, কোন মোডে ব্যাটারি লাইফ কেমন, স্ট্যান্ডবাই টাইম কত, স্মার্টওয়াচের ব্যাটারিতে চার্জ দিতেই বা কত সময় লাগে- এগুলো ভালভাবে খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন। আধুনিক পরিষেবা হিসেবে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে কিনা সেটাও দেখা প্রয়োজন। 


ওয়াটার রেজিসট্যান্ট- অনেকেই ওয়ার্ক আউট করার সময় বা সাঁতার কাটার সময় স্মার্টওয়াচ পরে থাকেন। তাই ডিভাইস ওয়াটার অ্যান্ড সোয়েট প্রুফ কিনা দেখে নেওয়া আবশ্যক। 


আরও পড়ুন- সেপ্টেম্বরেই ভারতে আসছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো, কবে লঞ্চ?