নয়া দিল্লি: একেবারে বদলে যাবে ফোনের অভিজ্ঞতা। নয়া সফটওয়্যার আনছে অ্যাপেল। iOS 15 ঘিরে তাই কৌতূহলের শেষ নেই টেক ব্লগারদের মধ্যে। কোম্পানি দাবি করছে, পুরোনো ভার্সন থেকে অনেক বেশি ফিচার থাকছে নতুন অপারেটিং সিস্টেমে।


টেক সাইটগুলির গোপন তথ্য বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি বাজারে আসতে চলেছে অ্যাপলের iPhone 13। মনে করা হচ্ছে, একই সময়ে বাজারে নামতে পারে অ্যাপেলের নয়া iOS 15। কোম্পানির দাবি, অ্যাপলের সফটওয়্যার ফিচার পাওয়া যাবে এবার অন্য প্ল্যাটফর্মে। যেমন- ফেসটাইমের সুবিধা নিতে পারবেন অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ইউজাররা। নিজেদের ওয়েব ব্রাউজার থেকেই এই কাজ করতে পারবেন তাঁরা।


এবার নতুন ফিচার হিসাবে শেয়ার প্লে ফিচার আনা হচ্ছে iOS 15-এ। এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়ার পাশাপাশি নোটিফিকেশনের দিকেও নজর দিতে পারবেন ইউজাররা। এ প্রসঙ্গে অ্যাপলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ফেডেরাইট বলেন, ''রিয়েল টাইমে অভিজ্ঞতা শেয়ার করার মাঝেই নিজের ফোকাস থেকে সরতে হবে না ইউজারকে। নতুন iOS 15-এ-এমনই টুল দেওয়া হয়েছে। এখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করায় ছবি তোলার অভিজ্ঞতা আরও ভাল হতে চলেছে। বড় ধরনের আপগ্রেড করা হয়েছে ম্যাপে। যার মাধ্যমে নতুনভাবে বিশ্বকে দেখতে পাবেন গ্রাহকরা।'' 


সোমবারই ডেভেলপার কনফারেন্সে অ্যাপলের তরফে জানানো হয়, ফেসটাইম কলে এবার অন্য অভিজ্ঞতা লাভ করবেন গ্রাহক। মনে হবে মোবাইলের স্ক্রিনেই রয়েছেন অপর প্রান্তের ব্যক্তি। মাইক্রোফোন মোডে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে ইউজারকে আলাদা করতে পারবে ফেসটাইম কলের আপগ্রেডেশন। এবার থেকে ফেসটাইমেই পাওয়া যাবে পোট্রেইট মোড। যেখানে কলে থাকাকালীন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ইউজার। ভিডিয়ো কলের ক্ষেত্রে এই ফিচার দারুণ কাজে আসবে বলে ধারণা টেক ব্লগারদের।


কোম্পানির দাবি, এবার ফেসটাইমের মধ্যেই শেয়ার প্লে-র অভিজ্ঞতা নিতে পারবেন ইউজাররা। ভিডিয়ো বা মুভি চলাকালীন তা স্ক্রিনে অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। শেয়ার প্লে মূলত, iPhone, iPad ও Mac-এ কাজ করে। এবার থেকে অ্যাপল টিভিতেও শেয়ার প্লে দেখা যাবে। নয়া iOS 15-এ নিজের মনের মতো নোটিফিকেশন দেখতে পাবেন ইউজার। কারণ নোটিফিকেশন আসার আগে তা গ্রাহকের পছন্দ অনুযায়ী ফিল্টার করবে অপারেটিং সিস্টেম।