Truecaller Original Voice Fewture: ফোনের কাছে নেই। তাই ফোন ধরতে পারছেন না। কিন্তু যিনি ফোন করেছেন, তিনি ততক্ষণে আপনার কথা শুনে নিয়েছেন। শুনতে অবাক লাগছে তো ? প্রযুক্তির যুগে আজকাল কিছুই অস্বাভাবিক নয়। তেমনই এই আপাত আশ্চর্য ঘটনাকেও ঘটিয়ে দেখাবে প্রযুক্তি। সম্প্রতি ট্রুকলার এমনই একটি প্রযুক্তি আনতে চলেছে বাজারে। এই প্রযুক্তির সাহায্যে আপনার গলা আপনি না থাকলেও শুনতে পাবে ওপারের ব্যক্তিটি। আর এই ম্যাজিকটি ঘটানোর জন্য ইতিমধ্যেই মাইক্রোসফট সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে ট্রুকলার।


আসল ম্যাজিশিয়ান কে ?


ম্যাজিক তো বোঝা গেল। কিন্তু আসল ম্যাজিশিয়ানের নামটাও জানা দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তাই এই ম্য়াজিক ঘটাবে বলে জানিয়েছে সংস্থাটি। সুইডিশ সংস্থা ট্রুকলারকে এই পরিষেবা তৈরি করতে মাইক্রোসফট জোগান দিচ্ছে বেশ কিছু প্রযুক্তি। রেডমন্ড জায়ান্টের পার্সোনাল ভয়েস টেকনোলজি ব্যবহার করতে পারবে ট্রুকলার। এই বিশেষ প্রযুক্তিটি নভেম্বর মাসে অ্যাজিউর এআই স্পিচের অঙ্গ হিসেবে লঞ্চ করা হয়েছিল।


কীভাবে শোনা যাবে গলা ?


ধরা যাক আপনি ফোনের কাছে নেই। তাই ফোন ধরতে পারলেন না। এই সময় ফোন নিজে থেকেই রিসিভড হয়ে যাবে। তার পর ওপারে থাকা ব্যক্তিকে মোবাইল বলবে কল না ধরার কারণ। এই বলার সময় যে গলার আওয়াজ বেরিয়ে আসবে আপনার মোবাইল থেকে, তা অবিকল হবে আপনারই মতো! আর তা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে।


গ্রাহকদের তাহলে কী করতে হবে ?


ট্রুকলার জানিয়েছে, গ্রাহকদের এই পরিষেবা পেতে হলে নিজেদের ভয়েস রেকর্ড করে নিতে হবে প্রথমে। এর পর সেই ভয়েসের ডিজিটাল কপি শোনা যাবে ফোনের মাধ্যমে। ফোন এলে ওই ভয়েসের কথাগুলিই শোনানো হবে। তবে কোনও যান্ত্রিক মহিলার গলায় নয়। আপনার নিজস্ব গলাতেই আপনি জানাবেন কোন ফোন ধরতে পারেননি।


কাদের জন্য এই সুবিধা ?


পেইড ইউজারদের জন্য আপাতত এই সুবিধা দেবে ট্রুকলার। একটি নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে প্রতি মাসে বা বছরের প্ল্যান কিনে নিতে হবে। সেটি কিনে নিলেই পাওয়া যাবে এই সুবিধাগুলি। আপাতত ট্রুকলারে ডিজিটাল অ্যাসিস্ট্যানট থাকেন। তাঁর কাজ কিছুটা এমন হলেও যান্ত্রিক ভয়েস সেটি। কিন্তু নতুন ব্যবস্থায় একেবারে আপনার গলা শুনতে পারবেন ওপারে থাকা ব্যক্তি।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -Realme Earphones: ভারতে হাজির রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?