নয়াদিল্লি: তথ্য সুরক্ষার (Data Security) প্রশ্নে আরও একধাপ এগোল গুগল (Google)। কল রেকর্ডিং (Call Recording)বন্ধ করতে কড়া পদক্ষেপ। ফোন কল রেকর্ড করতে পারে এমন অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরাতে  চলেছে গুগল। আর সেই কারণেই জনপ্রিয় একটি অ্যাপ তাদের ফিচার থেকে বাদ দিতে চলেছে কল রেকর্ডিংয়ের সুবিধা। 


বন্ধ হবে সুবিধা: 
Truecaller- ভারতে প্রচলিত অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। অচেনা নম্বরের খোঁজ থেকে আরও নানা সুবিধা পাওয়া যায় এই অ্যাপে। গুগল প্লে-স্টোরেই (Play Store) মেলে এই অ্যাপ। এই অ্যাপেই এখনও রয়েছে কল রেকর্ডিংয়ের সুবিধা। এই সুবিধার জন্যই এই অ্যাপ ব্যবহার করেন অনেকে। ভারতে Truecaller-এর এত চাহিদার পিছনে কল রেকর্ডিং ফিচার অন্যতম প্রধান কারণ বলেই মনে করা হয়। কিন্তু এত জনপ্রিয় ফিচারই আর পাওয়া যাবে না এই অ্যাপে। এখনও পর্যন্ত অ্যাপ সংস্থার তরফে যা জানানো হয়েছে তাতে জানা গিয়েছে, বিশ্ব জুড়েই তাদের অ্যাপে কল রেকর্ডিং ফিচার বন্ধ করতে চলেছে truecaller. 
সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে উপভোক্তাদের (User) দাবি মেনেই অ্যাপে কল রেকর্ডিং (Call Recording) ফিচার ঢোকানো হয়েছিল। সমস্ত অ্যান্ডয়েড স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে ফোন কল রেকর্ড করা যেত। বিনামূল্যে এবং টাকা দিয়ে দুভাবেই এই অ্যাপ ব্যবহার করা যায়। টাকা দিয়ে ব্যবহার করলে বেশ কিছু বেশি সুবিধা পাওয়া যায়। যদিও কল রেকর্ডিংয়ের সুবিধা বিনামূল্য়েই পাওয়া যেত। কিন্তু গুগলের নতুন নীতির জন্য Truecaller অ্যাপ থেকে এই সুবিধা সরিয়ে দিচ্ছে।


কোন নিয়মে এই পদক্ষেপ?
উপভোক্তাদের সুরক্ষার জন্যই এই নিয়ম। ১১ মে-এর পর থেকে গুগল প্লে স্টোরে থার্ড পার্টি (Third Party) কল রেকর্ডিং অ্যাপ পাওয়া যাবে না। ফলে একমাত্র স্মার্টফোনে (smartphone) ইন-বিল্ড (In Build) রেকর্ডিং অ্যাপ থাকলে তবেই কাজ করা যাবে। বেশ কয়েকবছর আগে থেকেই কল রেকর্ডিং অ্যাপ নিয়ে করা পদক্ষেপের কথা বলে আসছে গুগল। প্রাইভেসি ও নিরাপত্তার খাতিরেই এই নিয়ম। Accessibility API-এর সাহায্যে কল রেকর্ডিং ফিচারের সুবিধা দেয় অ্যাপগুলি। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই অপরাধমূলক কাজ করে থাকে। তা রুখতেই গুগল এই পদক্ষেপ নিতে চলেছে।


আরও পড়ুন: ভারতে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করল রিয়েলমি, দাম কত জানেন ?