Twitter: ফের কর্মী ছাঁটাই (Employee Layoff) হচ্ছে ট্যুইটারে। এবার কোপ পড়েছে ট্যুইটারের পলিসি টিমের (Twitter Policy Team) উপরে। অক্টোবর মাসের শেষে ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে কোম্পানির ওয়ার্ক ফোর্স প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুরুর দিকেও ট্যুইটারের পলিসি টিমের উপর কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছিল। নতুন করে ফের এই টিম থেকেই ছাঁটাই শুরু হয়েছে। গত সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে একটি ট্যুইটের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে বর্তমানে কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। সেপ্টেম্বরের শেষভাগে এই সংখ্যা ছিল ৭৫০০ ছিল। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ক্রিসমাসের ঠিক আগেই এভাবে নতুন করে ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় উদ্বেগ শুরু হয়েছে বাকি কর্মরতদের মনেও। ট্যুইটারের পাবলিক পলিসি টিমের সদস্যা Theodora Skeadas- র ট্যুইট থেকেই কর্মী ছাঁটাইয়ের কথা জানা গিয়েছে। এই কর্মীর কথায় যতজন কর্মী এই টিমে এখন কাজ করছিলেন তার মধ্যেও অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর পাশপাশি সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে ট্যুইটারের পাবলিক পলিসি চিফ Sinead McSweeney কোম্পানি থেকে সরে গিয়েছেন। তাঁর পদে আসীন হয়েছেন গ্লোবাল পাবলিক পলিসি স্ট্র্যাটেজির সিনিয়র ডিরেক্টর Nick Pickles।
Twitter Employee Layoff: ক্রিসমাসের আগে ফের কর্মী ছাঁটাই ট্যুইটারে! এবার কোপ পলিসি টিমে
ABP Ananda
Updated at:
23 Dec 2022 01:02 PM (IST)
Edited By: Sohini Chakrabarty
Twitter: প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে বর্তমানে কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। সেপ্টেম্বরের শেষভাগে এই সংখ্যা ছিল ৭৫০০ ছিল।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
NEXT
PREV
প্রযুক্তি (technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
23 Dec 2022 01:02 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -