Twitter Logo Change: এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন এসেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। এবার বদলে গেল ট্যুইটারের লোগো (Twitter Logo)। নীল রঙের পাখি অর্থাৎ পুরনো ব্লু বার্ড আর দেখা যাবে না। তার পরিবর্তে ট্যুইটারের নতুন লোগো এখন ইংরেজি অক্ষর এক্স (X) - এর মতো হয়েছে। এলন মাস্ক নিজেই ট্যুইট করে একথা ঘোষণা করেছিলেন। ২৩ জুলাই ট্যুইটারে একটি টিজার ভিডিও প্রকাশ করে লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন এলন মাস্ক। এরপর আজ ২৪ জুলাই আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ট্যুইটারের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের বাইরের অংশে এক্স লোগোর প্রতিচ্ছবি দেখা গিয়েছে। বর্তমানে ওয়েব ভার্সানেও ট্যুইটারের লোগো নীল পাখির পরিবর্তে এখন ইংরেজি অক্ষর এক্স (X) - এর মতো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১১ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। 


এবছর আরও একবার সাময়িক সময়ের জন্য বদলে গিয়েছিল ট্যুইটারের লোগো


সেই সময় পরিচিত নীল রঙের পাখির পরিবর্তে দেখা গিয়েছিল Dogecoin লোগো। ব্লু বার্ডের বদলে জায়গা পেয়েছিল জাপানের বিখ্যাত শিবা ইনু প্রজাতির কুকুরের ছবি। কেন ট্যুইটার থেকে ব্লু বার্ড লোগো আচমকা উধাও হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। তবে এই সারমেয়র মুখ বেশিদিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছিল পুরনো লোগো। কুকুরের ছবিও এর আগে একবার শেয়ার করেছিলেন এলন মাস্ক। ট্যুইটারের নথিপত্রর সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO।


ট্যুইটারের নতুন মালিক এলন মাস্কের হাত ধরে এসেছে একাধিক পরিবর্তন 


জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের মালিক এবং সিইও হওয়ার পর প্রথমেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেন এলন মাস্ক। উচ্চপদস্থ আধিকারিকদেরও রেয়াত করেননি তিনি। বলা যায়, ২০২২ সালের শেষভাবে কর্মী ছাঁটাইয়ের যে হিড়িক বিভিন্ন তাবড় সংস্থার মধ্যে দেখা গিয়েছিল তার পুরোধা ছিলেন এলন মাস্ক। ট্যুইটারেই প্রথম মাস লে-অফ অর্থাৎ ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। এর পাশাপাশি টাকা দিয়ে ট্যুইটার ব্লু টিক কেনা অর্থাৎ ট্যুইটার ব্লু- এর সাবস্ক্রিপশন নেওয়ার ফিচার চালু করেছেন এলন মাস্ক। এছাড়াও একাধিক ফিচারে এসেছে বিভিন্ন পরিবর্তন। ট্যুইটারের ব্লু- এর পাশাপাশি আরও অনেক রঙেই টিক পাওয়া যায় বর্তমানে। বড় ভিডিও শেয়ার করার পাশাপাশি আরও বেশ কিছু প্রয়োজনীয় ফিচার এবং ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত কিছু ফিচারও এলন মাস্কের হাত ধরেই যুক্ত হয়েছে ট্যুইটারে। 


আরও পড়ুন- বিদেশে বেড়াতে যাচ্ছেন? কীভাবে ইউপিআই পেমেন্টের সুবিধা পাবেন? জেনে নিন