New Twitter Feature: সোশ্যাল মিডিয়া (Social Media) ভুয়ো খবর (Fake News) ছড়ানোর অন্যতম মাধ্যম। অনেকসময়েই ইউজাররা বুঝতে পারেন না কোনটা আসল খবর, আর কোনটা মিথ্যে। আর তাই ইউজারদের সুবিধার জন্য ট্যুইটারে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ট্যুইটারের এই ফিচারের নাম 'নোটস অন মিডিয়া' (Notes on Media)। এর মাধ্যমে ইউজাররা বিভ্রান্তিমূলক খবর সহজে বুঝতে পারবেন। অর্থাৎ ভুয়ো খবর সহজে বুঝতে পারবেন ইউজাররা। গোটা বিষয়টা অনেকটা ফ্যাক্ট চেকিংয়ের মতো। যেসমস্ত ছবি বা ভিডিও সামনে আসবে ট্যুইটারের 'কমিউনিটি নোট ফর মিডিয়া' ফিচারের সাহায্যে তা যাচাই করে দেখা হবে। ওই নির্দিষ্ট ওয়েবসাইটের ক্রাউড সোর্স ফ্যাক্ট খতিয়ে দেখা হবে। তারপর ইউজারদের জানানো হবে ওই সমস্ত ছবি বা ভিডিও আসল নাকি ভুয়ো। 


বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ছবি তৈরি করা হয়। এছাড়াও ম্যানিপুলেটিভ ভিডিও তো রয়েইছে। যেসমস্ত মিডিয়া বা মধ্যম বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করে বা ছড়ায়, তাদের ক্ষেত্রে এই জাতীয় ছবি, ভিডিও প্রকাশ করা তাও আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে- এটা সাধারণ ঘটনা। এর প্রভাবে অনেকসময়েই বিপদের ফাঁদে পড়েন ইউজাররা। সেই সমস্যা এড়ানোর জন্যই ট্যুইটারে আসছে নোটস অন মিডিয়া ফিচার। একটি ছবিতে কোনও নোট লাগানো থাকলে তার সাহায্যে সাম্প্রতিক এবং ভবিষ্যতের সামঞ্জস্যমূলক ছবি পাওয়া যাবে। ইউজাররা বেশ কিছু ট্যুইটে নতুন অপশন দেখতে পাবেন। সেখানে নোট মার্ক করার সুবিধা দেওয়া হবে। About the image হিসেবে এই মার্কিং করা সম্ভব। তবে এই অপশন তখনই বেছে নেওয়া যাবে বা সিলেক্ট করা যাবে যখন মনে করা হবে যে ওই ছবি বা ভিডিও বিভ্রান্তিমূলক। 


Meta Layoffs: নতুন দফায় কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়েছে মেটায় (Meta)। এটি আসলে দ্বিতীয় পর্যায়ের ছাঁটাই প্রক্রিয়া। এর আগে গতবছর প্রথম পর্যায়ে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। এরপর চলতি বছর মার্চ মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল মেটা কর্তৃপক্ষ। এই দফায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে জানিয়েছিল মেটা। প্রাথমিক ভাবে ৪০০০ কর্মীর উপর ছাঁটাইয়ের কোপ পড়েছিল। তাই এই পর্যায়ে প্রায় ৬০০০ কর্মী চাকরি খোয়াবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মেটা থেকে ছাঁটাই হওয়া এক কর্মী লিঙ্কডইনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, মেটায় এইচআর বিভাগে চাকরি করতেন। কর্মসূত্রেই কয়েক মাস আগে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক ছাঁটাই প্রক্রিয়ায় তাঁর চাকরি খোয়া গিয়েছে। ওই মহিলা কর্মী জানিয়েছিলেন নিউ জার্সিতে ভাইয়ের কনভোকেশনে গিয়েছিলেন তিনি। সেখানেই চাকরি খোয়ানোর কথা জানতে পারেন তিনি। 


আরও পড়ুন- খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার