Twitter Blue: ফের ট্যুইটার (Twitter) ইউজারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছেন এলন মাস্ক (Elon Musk)। অ্যাকাউন্টে ব্লু টিক (Blue Tick) না থাকলে সেখান থেকে ডিরেক্ট মেসেজ (Direct Message) পাঠানোর জন্য এবার থেকে আলাদা টাকা দিতে হবে ইউজারদের। যাতে আরও বেশি সংখ্যক ইউজার ট্যুইটারের সাবস্ক্রিপশন সার্ভিস অর্থাৎ ট্যুইটার ব্লু (Twitter Blue) নিতে আগ্রহী হন, সেই জন্যই জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে একের পর এক পরিবর্তন আসছে। এর পাশাপাশি জানা গিয়েছে, ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে প্রতারণা কমানোর জন্য ট্যুইটার কর্তৃপক্ষ আনভেরিফায়েড অ্যাকাউন্ট অর্থাৎ ব্লু টিক ছাড়া অ্যাকাউন্টের ক্ষেত্রে কতগুলো মেসেজ পাঠানো যাবে সেই সংখ্যার উপর ডেলি লিমিট বা দৈনিক সীমাবদ্ধতা লাঘু করতে চলেছে। অর্থাৎ আপনার ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক না থাকলে আপনি আনলিমিটেড ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন না এবং এক্ষেত্রে টাকাও দিতে হবে ইউজারদের।


ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন


এই সাবস্ক্রিপশনের সাহায্যে আপনার ট্যুইটারে যুক্ত হবে একটি ব্লু টিক। এর ফলে একাধিক সুবিধা পাবেন আপনি। প্রতারণার পরিমাণ কমবে। বিজ্ঞাপন কম দেখতে হবে। ট্যুইট করার ক্ষেত্রেও পাওয়া যাবে অনেক সুবিধা। বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই সাবস্ক্রিপশন থাকলে ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন ইউজাররা। আপনার ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে আপনি প্রায়োরিটি পাবেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে। ২০০৯ সালে প্রথম ট্যুইটারে ব্লু টিক দেওয়া শুরু হয়। তখন অবশ্য টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়ার ব্যাপার ছিল না। এই ব্লু টিক পাওয়ার জন্য আবেদন জানাতে হত ট্যুইটারের কাছে। এরপর ট্যুইটার কর্তৃপক্ষ যোগ্য ইউজারদের বেছে নিত। তবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন যে টাকা দিয়ে কেনা যাবে সেকথা মালিক হওয়ার পরেই জানিয়েছিলেন এলন মাস্ক। আগে শুধুমাত্র বিখ্যাত রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকা এবং বিখ্যাত ব্যক্তিরাই এই পরিষেবা পেতেন। তবে এখন টাকার বিনিময়ে যে কেউ টাকা দিয়ে ট্যুইটারের ব্লু টিক কিনতে পারবেন। 


সম্প্রতি একটি আর্টিফিশিয়াল ইটেলিজেন্স কোম্পানি xAI- এর কথা ঘোষণা করেছেন এলন মাস্ক। স্যাম অল্টম্যানের এআই সংস্থা ওপেন এআই- এর নাম এখন অনেকেই জানেন। একসময় এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এলন মাস্ক। এবার নিজের এআই সংস্থা xAI লঞ্চ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, স্যাম অল্টম্যানের ওপেন এআই সংস্থা এবং তার নির্মাণ করা এআই টুল চ্যাট জিটিপিকে পাল্লা দিতেই নতুন এআই কোম্পানি লঞ্চের কথা ঘোষণা করেছেন এলন মাস্ক।


আরও পড়ুন- ফের ছাঁটাই মাইক্রোসফটে, এবার নাকি কোপ ১০০০- এর বেশি কর্মীর উপর!