UIDAI Update: আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে নতুন ব্যবস্থা গ্রহণ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন এই প্রক্রিয়া আসার ফলে আধারে জালিয়াতি করা কঠিন হবে বলে মনে করছে UIDAI কর্তৃপক্ষ।
Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়
সম্প্রতি আধারের নতুন সুরক্ষা বলয় নিয়ে আপডেট দিয়েছে UIDAI। যেখানে বলা হয়েছে,নতুন আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি জালিয়াতি রুখতে বড় কাজ করবে। UIDAI-এর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AI/ML) ভিত্তিক এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা প্রতারকদের ক্ষেত্রেও কঠিন কাজ হবে। এখানে আঙুলের ছাপ নির্দিষ্ট ব্যক্তির কি না পরীক্ষার জন্য আঙুলের ছাপ ও ছবি দুটোই ব্যবহার করা হবে।
UIDAI Update: নতুন যাচাই পদ্ধতি নিয়ে কী বলছে UIDAI ?
নতুন দ্বি-স্তরীয় যাচাইকরণ পদ্ধতির বিষয়ে আত্মবিশ্বাসী আধার কর্তৃপক্ষ। একটি বিবৃতি দিয়ে UIDAI জানিয়েছে, কোনও ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আসল না নকল বুঝতে এই নতুন যাচাইকরণ পদ্ধতি শুরু করা হয়েছে। এই যাচাইয়ের জন্যই আগের পদ্ধতির পাশাপাশি নতুন 'ফিঙ্গারপ্রিন্ট চেক' শুরু করা হয়েছে।
UIDAI জানিয়েছে, আধার যাচাইকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AI/ML) ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। যার মধ্যে 'ফিঙ্গার মিনিটিয়া' ও 'ফিঙ্গার ইমেজ' পদ্ধতি অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ। আধার কার্ড ব্যবহারকারী ব্যক্তি আসল কিনা পরীক্ষা করতেই এই নতুন পদ্ধতি।
এই নতুন বৈশিষ্ট্য কোথায় ব্যবহার করা হবে ?
UIDAI বিবৃতিতে বলেছে, এই নতুন বৈশিষ্ট্যটি ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম ও সরকারি বিভাগগুলি ব্যবহার করবে। এটি আধারের সঙ্গে যুক্ত পেমেন্ট সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করবে। জনসংখ্যা পিরামিডের শেষ অংশ উপকৃত হবে। এই আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট প্রমাণীকরণ এখন কার্যকরী এবং সহজেই ব্যবহার করা যেতে পারে।
দেশে প্রতিনিয়তই আধারের ব্যবহার বাড়ছে
পরিসংখ্যান বলছে, সারা দেশে আধার-সম্পর্কিত যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেকে সরকারি প্রকল্পের জন্য এটি ব্যবহার করেন। তথ্য বলছে, আধার যাচাইকরণের মাধ্যমে লেনদেনের সংখ্যা ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ৮৮০ কোটি বার অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে ৭ কোটি এই ধরনের লেনদেন হয়, যার বেশিরভাগই আঙ্গুলের ছাপ-ভিত্তিক যাচাইকরণে জড়িত।
আরও পড়ুন : FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি