WhatsApp: ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ (WhatsApp Privacy) সংস্থা। বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার (WhatsApp Features) চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও ইউজাররা শুধুমাত্র ইউজারনেম (WhatsApp Username) রাখতে পারবেন এবং ফোন নম্বর রাখার প্রয়োজনীয়তা থাকবে না। অন্য হোয়াটসঅ্যাপ ইউজার আপনাকে ইউজারনেম দিয়েই খুঁজে পাবেন। অচেনা, অজানা লোকের কাছে আপনার ফোন নম্বর আর ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তাই ইউজারদের সুবিধার্থেই এবার এই ইউজারনেম ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে আপনার কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নম্বর পৌঁছোবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজারনেমের সাহায্যেই। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করলে। তার ফলে এই ফিচার হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যমে সব ইউজারদের জন্য চালু হতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। 


হোয়াটসঅ্যাপ ইউজারনেম উইথ পিন 


এই ফিচারের মাধ্যমে ইউজার একটি চার ডিজিট পিন নম্বর অন্য ইউজারের সঙ্গে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে যাঁর কাছে ওই পিন নম্বর থাকবে তিনিই আপনার ইউজারনেম খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। এক্ষেত্রে ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা আরও বাড়বে। ইউজার বেছে নিতে পারবেন যে কে আপনাকে ইউজারনেম দিয়ে হোয়াটসঅ্যাপে খুঁজে পাবেন আর কে নয়। তবে এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তা এখনও জানা যায়নি। কারণ এখন সবে কাজকর্ম শুরু হয়েছে এই ফিচার নিয়ে। 


হোয়াটসঅ্যাপে অজানা অচেনা নম্বর থেকে স্প্যাম মেসেজ এলে তা ব্লক করবে খোদ হোয়াটসঅ্যাপ অ্যাপ 


আপনার হোয়াটসঅ্যাপে যদি অজানা, অচেনা নম্বর থেকে আপত্তিকর মেসেজ আসে যাকে স্প্যাম মেসেজ বলা হয়, সেগুলি ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ অ্যাপ নিজেই। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য জানিয়েছে। আরও সরল ভাষায় বললে আপনার হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে মেসেজে এলে তা ব্লক করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অন্যদিকে হোয়াটসঅ্যাপ স্টেটাসের জন্য আসছে নতুন সুবিধা। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো ডবল ট্যাপ করে 'হার্ট ইমোজি' দিয়ে রিঅ্যাকশন দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ স্টেটাসে। 


আরও পড়ুন- জিও-র ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যানেই এবার আনলিমিটেড ট্রু ৫জি, রয়েছে আরও অনেক সুবিধা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।