UPI  Update: আনন্দের রাতে তাল কাটল সব ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা। গ্রাহকদের অত্যধিক চাপে থমকে গিয়েছে ইউপিআই পেমেন্ট সিস্টেম। যার ফলে ডিজিটাল ইন্ডিয়ায় নগদ ছাড়া লেনেদেনে সমস্যার মুখে পড়তে হয়েছে দেশবাসীকে। 


UPI Transaction Issue: তবে কোনও একটি বা দুটি শহরের মধ্য়ে সীমাবদ্ধ থাকেনি এই সমস্যা, দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকে এসেছে এই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ইউপিআই-এর এই সমস্য়া নিয়ে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারী। অনেকেই গুগল পেতে এই সমস্যা নিয়েও অভিযোগ করেছেন। সেই ক্ষেত্রে বিভিন্ন ইউপিআই অ্য়াপের অফিশিয়াল হ্য়ান্ডেলে ট্যাগ করেছেন অভিযোগকারীরা।  


গুগল পে থেকে সমস্যার সমাধানে দেওয়া হয়েছে উত্তর।  ট্যুইটারে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্ক সার্ভারে অত্যধিক ট্রাফিকের কারণে ইউপিআই পেমেন্টে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে কিছু সময় পরে আবার চেষ্টা করলে কাজ হবে। বিকল্প হিসাবে  UPI আইডি পরিবর্তন করে আবার পেমেন্ট করার চেষ্টা করার কথা বলে গুগল পে। কীভাবে এই কাজ করতে হবে তা জানাতে একটি লিঙ্কও দিয়ে দেয় কোম্পানি।



আরও পড়ুন : Flying Car: গাড়িতে বসেই উড়তে পারবেন ! জানুয়ারিতেই আসছে এই যান