Offbeat News: স্থলপথের পাশাপাশি আকাশপথেও উড়তে পারবেন। চার চাকার এই গাড়ি একই সঙ্গে করবে বিমানের কাজ।  শীঘ্রই কনজিউমার ইলেকট্রনিক্স (CSE) শো-তে দেখা যাবে এই উড়ন্ত গাড়ি (Flying Car) । 


Flying Car: প্রতি বছর জানুয়ারি মাসে অটোমোবাইল শিল্পের দিকে তাকিয়ে থাকেন অটোপ্রেমীরা।  সেই কারণে এই কনজিউমার ইলেকট্রনিক্স (CSE) শোটি খুবই গুরুত্বপূর্ণ। এখানেই দেখা যায় নতুন প্রযুক্তিতে সজ্জিত যানবাহন। ২০২৩ সালের সিইএস-এও সেরকমই কিছু আশা করছে সবাই। এখানেই ফক্সওয়াগন মোটর শোতে তার বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক গাড়ি প্রকাশ্যে আনবে। অন্যদিকে, অডি তার গাড়িগুলির জন্য ভার্চুয়াল ড্রাইভার-অ্য়াসিস্ট ব্যবস্থাও আনতে চলেছে।  কিন্তু এই সবের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্র হতে চলেছে এমন কিছু কনসেপ্ট ইলেকট্রিক গাড়ি, যেগুলো উড়তেও সক্ষম। যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান আস্কাও একই ধরনের গাড়ি আনতে চলেছে।


Offbeat News: কোম্পানি কী বলেছে ?
অটোমোবাইল কোম্পানি আস্কা বলছে, তারা এমন একটি গাড়ি আনতে যাচ্ছে যা রাস্তার পাশাপাশি আকাশেও উড়তে সক্ষম। এটি একটি 4-সিটের গাড়ি হবে। এই বৈদ্যুতিক গাড়ি টেক-অফ অ্য়ান্ড  ল্যান্ডিং অর্থাৎ eVTOL গাড়িটি ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত CSE 2023-এ দেখানো হবে। কোম্পানি এই গাড়ির একটি পূর্ণ আকারের প্রোটোটাইপ সংস্করণ উপস্থাপন করবে, যা একটি বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি একটি কোয়াডকপ্টার।


Aska eVTOL এর বিশেষত্ব কী
এটি হবে চার আসনের বৈদ্যুতিক গাড়ি। যাতে VTOL টেকঅফ ও ল্যান্ডিং ও STOL অর্থাৎ শর্ট টেকঅফ ও ল্যান্ডিংয়ের কৌশল দেখা যাবে। এর রেঞ্জ বাড়ানোর জন্য এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর সহ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম পাবে। এর  রেঞ্জ ৪০০ কিমি পর্যন্ত হতে পারে। এর সর্বোচ্চ উড়ন্ত গতি ঘণ্টায় ২৪০ কিমি হতে পারে। 


Offbeat News: এই গাড়িটি হবে প্রোটোটাইপ
কোম্পানি চায় গাড়িটি হাইওয়েতে ড্রাইভ মোডে কমপক্ষে ১১২ কিমি প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে যেতে সক্ষম হবে। এর প্রথম ডেলিভারি হবে স্থানীয় রাস্তায়। কবে নাগাদ এই গাড়ি বাজারে আসবে তা এখনও জানায়নি কোম্পানি। জানুয়ারিতে এই গাড়ির শুধুমাত্র প্রোটোটাইপ সামনে আনতে চলেছে কোম্পানি। 


আরও পড়ুন : ATM Fraud Alert: মিনিটেই খালি হবে অ্যাকাউন্ট ! এটিএম-এ এই ভুল করছেন না তো ?


Car loan Information:

Calculate Car Loan EMI