কলকাতা: নিউটাউনে (New Town) ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইন বিভাগ তদন্ত শুরু করেছে।
প্রতারণার ফাঁদ এবার রান্নাঘরেও? উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায় (Howrah)! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকরা! হাওড়ার জগত্বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ!
কীভাবে চলছে প্রতারণা (Fraud)? অভিযোগকারীদের দাবি, দিল্লির (Delhi) গ্যাসের অফিস থেকে ফোন করছি বলে জানাচ্ছে প্রতারকরা। গ্রাহকের গ্যাসের কাস্টমার নম্বর পর্যন্ত বলে দিচ্ছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বাবদ ৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। কথার প্যাঁচে ফেলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাসিল করছে প্রতারকরা। এরপর মোবাইল ফোনে আসা OTP নম্বর জানতে চাইছে। OTP নম্বর বলার কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছে।
উজ্জ্বলা যোজনার নামে প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। হাওড়া গ্রামীণ পুলিশের (Howrah Gramin) সুপার জানিয়েছেন, এই ধরনের সাইবার ক্রাইম নিয়ে মানুষকে নিরন্তর সতর্ক করা হয়। এ নিয়ে চালানো হয় প্রচারও। মানুষকে সচেতন থাকতে অনুরোধ করছি। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।