Valentine's Day Financial Gifts: জামাকাপড়, টেডি বেয়ার অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। প্রিয়জনের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভ্যালেন্টাইন্স ডে-তে দিন এই জিনিসগুলি। যা আদতে কাজে লাগবে জীবনভর। 


Financial Planning: দেখনদারির থেকে কাজের জিনিস দিন
হাতে মাত্র আর কয়েকটা দিন। ১৪ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে  সারা বিশ্ব। বিশেষ করে প্রেমিক বা দম্পতিদের জন্য এই দিনটি বিশেষ অর্থবহ। এই দিন বা সপ্তাহে প্রিয়জনকে  বিশেষ উপহার দেয় সাবাই।  গয়না, জামাকাপড়, সুগন্ধি ছাড়াও থাকে আরও বিকল্প। তবে আপনি যদি ভালোবাসা দিবসের বিশেষ উপলক্ষ্যে আপনার সঙ্গীকে আর্থিক নিরাপত্তা দিতে চান, তাহলে বেছে নিনি এই উপহারগুলি। 


Valentine's Day 2023: সঙ্গীকে দিন আর্থিক জ্ঞান
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দম্পতি বা প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয় না। মহিলারা সাধারণত আর্থিক জ্ঞান থেকে অনেক দূরে থাকে। তাই, ভালোবাসা দিবসের এই বিশেষ উপলক্ষ্যে আপনার সব বিনিয়োগ সম্পর্কে আপনার সঙ্গীকে জানান। এর মাধ্যমে আপনার সঙ্গী জরুরি পরিস্থিতিতে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পাশাপাশি তাদের ঋণ, ক্রেডিট কার্ডের মতো আর্থিক বিষয়ে ভালভাবে বুঝিয়ে দিন। 


Financial Planning: সঙ্গীর নামে দীর্ঘ মেয়াদি কোনও বিনিয়োগ করুন
আপনি লগ টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। এখানে আপনার পার্টনারকে আরও আর্থিক নিরাপত্তা দিতে এই স্কিম তাঁর নামে করুন। সঙ্গীর জন্য আপনি ক্রেডিট বন্ড, এফডি স্কিম, মিউচুয়াল ফান্ড ইত্যাদির মতো অনেক লাভজনক প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। গত কয়েক মাসে আরবিআই-এর ক্রমাগত রেপো রেট বৃদ্ধির কারণে, ব্যাঙ্কের এফডি স্কিম প্রচুর রিটার্ন পাচ্ছে। এইভাবে আপনি এই স্কিমগুলিতে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। এছাড়াও, আপনি আপনার সঙ্গীর জন্য SIP এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।



Valentine's Day 2023: বিমা পলিসি দিন জীবনসঙ্গীকে
অন্যেরা হাসি-তামাশা করলেও ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীর আর্থিক নিরাপত্তা সুরক্ষিত করুন। সেই কারণে জীবন বিমা পলিসি কিনি দিতে পারেন তাঁকে। যা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালবাসা দিবসের বিশেষ উপলক্ষ্যে আপনার সঙ্গীকে একটি চমৎকার আর্থিক উপহার দিতে চান, তাহলে বিমা পলিসি একটি ভাল বিকল্প। একটি জীবন বিমা পলিসি আপনার সঙ্গীকে খারাপ সময়ে আর্থিকভাবে সাহায্য় করবে। তাই দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন।


Valentine's Day : ভ্যালেন্টাইন্স সপ্তাহের জন্য মনের মানুষ খুঁজছেন ? এই অ্যাপগুলি দেবে সন্ধান