Vivo Phones: ভারতে যে ভিভো টি৪আর ৫জি ফোন লঞ্চ হবে তা আগেই জানিয়েছে সংস্থা। স্লিম ডিজাইনের এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে। তবে এখনও ভিভো টি৪আর ৫জি ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। যদিও ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রকাশ্যে এসেছে ফোনের ডিজাইনও। এই প্রথম ভিভো 'টি' সিরিজের কোনও 'আর' মডেল ভারতে লঞ্চ হতে চলেছে। কার্ভ এজ থাকবে ভিভোর এই ফোনে। আর ব্যাক প্যানেলে থাকবে ফ্ল্যাট ক্যামেরা আইল্যান্ড। ৭.৩৯ মিলিমিটার পুরু হতে চলেছে ভিভো টি৪আর ৫জি মডেল। 

ভারতে ভিভোর আসন্ন ৫জি ফোনের দাম শুরু হতে পারে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। তবে নির্দিষ্ট কিছু জানা যায়নি। কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভিভো টি৪আর ৫জি ফোন ভারতে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর থাকতে পারে। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এর আগে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স, ভিভো টি৪, ভিভো টি৪ আলট্রা এবং ভিভো টি৪ লাইট- এই চারটি ফোন। এবার আসছে ভিভো টি৪আর ৫জি মডেল। 

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন 

ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে থ্রিডি কার্ভ ডিসপ্লে। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে। সেই তালিকায় রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারও। 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি কনফিগারেশনের মডেল যার দাম ২৬,৯৯৯ টাকা। ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন।