Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'ভি' সিরিজের নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। এবার দেশে লঞ্চ হবে ভিভো ভি৬০ ৫জি ফোন। আগামী ১২ অগস্ট দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তিনটি রঙে ভিভো 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ভিভো ভি৬০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের একাধিক ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। একাধিক AI ফিচার থাকবে এই ফোনে। সেই তালিকায় গুগল জেমিনি AI ফিচারও রয়েছে। ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবছর ফেব্রুয়ারি মাসে ভিভো ভি৫০ ফোন দেশে লঞ্চ হয়েছে। 

কী কী ফিচার থাকার কথা শোনা গিয়েছে এই ফোনে, জেনে নিন 

  • এই ফোনে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। Auspicious Gold, Mist Grey, Moonlit Blue- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৬০ ৫জি ফোনে। এই ফোন পরিচালিত হবে Android 15-based FuntouchOS 15- এর সাহায্যে। 
  • ভিভো ভি৬০ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও পাবেন ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। 
  • এই ফোনে Zeiss ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে যার সঙ্গে ১০০এক্স জুম সাপোর্ট থাকবে। মাল্টিফোকাল পোর্ট্রেট মোডও থাকতে চলেছে এই ক্যামেরা। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ভি৬০ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • ভিভো ভি৬০ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিভোর আসন্ন ফোনে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ডুয়াল স্টিরিও স্পিকারও থাকতে পারে এই ফোনে। 
  • গুগল জেমিনি ফিচারের মধ্যে, জেমিনি লাইভ ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ভিভো ভি৫০ ৫জি ফোনে। এছাড়াও অন্যান্য AI টুলস যেমন AI ক্যাপশন, AI ভয়েস অ্যাসিসট্যান্ট- এইসব ফিচারের সাপোর্ট থাকতে পারে এই ফোনে।