Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন ফোন। এবার আসছে ভিভো ভি৬০ই মডেল। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা থাকার কথা রয়েছে। ভারতে দুটো রঙে লঞ্চ হবে এই ফোনে। স্লিক ডিজাইনে আসতে চলেছে ভিভো- র এই ফোন। সেখানে থাকতে চলেছে artificial intelligence (AI) ফিচার। ভিভো ভি৬০ই ফোনে ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে বলেও শোনা গিয়েছে।
ভারতে ভিভো ভি৬০ই ফোন কবে লঞ্চ হতে চলেছে এবং এই ফোনে কী কী ফিচার থাকতে পারে (সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন)
ভারতে ভিভো ভি৬০ই ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অক্টোবর। ভিভো ভি৬০ সিরিজের লেটেস্ট এডিশন এই মডেল। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে ইতিমধ্যেই। তবে এই ফোনের মূল আকর্ষণ রেয়ার ক্যামেরা ইউনিটের ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। এছাড়াও এই ক্যামেরা সেনসরে ৩০এক্স জুম এবং ৮৫ মিলিমিটারের পোর্ট্রেট ইমেজিং সাপোর্টও থাকবে বলে শোনা গিয়েছে।
এই প্রাইমারি সেনসর ছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও থাকবে একটি Aura Light যা এলইডি ফ্ল্যাশ হিসেবে কাজ করবে। ভিভো ভি৬০ই ফোনের স্ক্রিনের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে যেখানে ৯২ ডিগ্রি ফিল্ড ভিউ পাবেন ইউজাররা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন আপনি। তিন বছরে অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ভিভোর এই ফোনে। ভিভো ভি৬০ই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকবে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে ভিভো ভি৬০ই ফোনের দাম কত হতে পারে দেখে নিন (সম্ভাব্য দাম)
ভারতে ভিভো ভি৬০ই ফোনের ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। আবার শোনা যাচ্ছে এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল থাকতে চলেছে এই ফোনের যার দাম ৩১,৯৯৯ টাকা হতে পারে ভারতে। Elite Purple এবং Noble Gold - এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৬০ই ফোন।