Vivo Phones: ভারতে ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G) লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিভো টি২ প্রো ৫জি ফোনের (Vivo T2 Pro 5G) সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হতে চলেছে। ভিভো সংস্থা ভিভো টি৩ প্রো ৫জি ফোনের ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে আনুষ্ঠানিক ভাবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি ভিভো সংস্থা। ভিভো টি৩ প্রো ৫জি ফোনের ডিজাইন এবং বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। তবে এগুলির কোনওটিই ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। শোনা গিয়েছে, ভিভো টি৩ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার আশপাশে হতে পারে। 


কী কী ফিচার থাকতে পারে ভিভো টি৩ প্রো ৫জি ফোনে, দেখে নেওয়া যাক (সম্ভাব্য) 



  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ভেগান লেদার ফিনিশ থাকতে পারে। সম্ভবত কমলা রঙে দেখা যাবে এই ভেগান লেদার ফিনিশ। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে একটি থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। শোনা যাচ্ছে, আগামী ২১ অগস্ট ভারতে যে আইকিউওও জেড৯এস প্রো ফোন লঞ্চ হবে তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো তি৩ প্রো ৫জি ফোনে। 


ভারতে আসছে নতুন আইকিউওও ফোন 


আগামী ২১ অগস্ট আইকিউওও জেড৯এস এবং আইকিউওও জেড৯এস প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আইকিউওও জেড৯এস ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর। অন্যদিকে আইকিউওও জেড৯এস প্রো ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। 


আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন দুই ফোন, থাকছে নজরকাড়া ক্যামেরা সেনসর ও ব্যাটারি সাপোর্ট 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।