Vivo T3x 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এক্স মাধ্যমে ভিভো ইন্ডিয়া (Vivo India) জানিয়েছেন, এই ফোন আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম, ডিজাইন এবং রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে ভিভো টি২এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তার এক বছরের মাথায় লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল ভিভো টি৩এক্স ৫জি। 


ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে, দেখে নিন 


শোনা গিয়েছে সবুজ এবং লাল রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হবে সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন ব্লিস- এই দুই শেডে। 


ভিভো টি৩এক্স ৫জি ফোন কেমন দেখতে হতে পারে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে 



  • এই ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকতে চলেছে বড় আকার-আয়তনের ক্যামেরা মডিউল। এখানে দুটো ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে ভিভো টি৩এক্স ৫জি ফোনে। এর সঙ্গে থাকবে একটি ফ্ল্যাশ ইউনিট। 

  • ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে চলেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। 

  • ভারতে লঞ্চের পর ভিভো টি৩এক্স ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান, এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার মধ্যেই হবে। 

  • ভিভো 'টি' সিরিজের নতুন ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কথা রয়েছে। অনুমান এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

  • ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে।

  • এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে চলেছে। আর ফোনের স্ক্রিনের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন IP64 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ওজন হতে পারে প্রায় ১৯৯ গ্রাম এবং এই ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চের আগেই ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের আর্লি বার্ড সেল প্রকাশ্যে, কী কী সুবিধা পাওয়া যাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।