Vivo T3x 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) ফোন। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো-র নতুন ফোনে (Vivo Smartphones) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Crystal Green এবং Crimson Bliss- এই দুই রঙে। এই ফোনে রয়েছে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তিনটি ভ্যারিয়েন্টে র‍্যামের পরিমাণ আলাদা হলেও স্টোরেজের পরিমাণ একই রয়েছে। 


ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত, দেখে নেওয়া যাক কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য 


ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। তবে এই ফোনে ১৩,৪৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। এরপরেও এইচডিএফসি এবং এসবিআই- এর ক্রেডিট ও ডেবিট কার্ডে ভিভো টি৩এক্স ৫জি ফোন কিনলে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ১২,৪৯৯ টাকা। অন্যদিকে ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্য দু'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে বিশেষ দামে। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৪৯৯ টাকা। এরপরেও যুক্ত হচ্ছে ব্যাঙ্ক অফার। ফলে আরও কমবে ফোনের দাম। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ক্রেতারা এইচডিএফসি এবং এসবিআই- এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা অতিরিক্ত ব্যাঙ্ক অফার পাবেন। ফলে আরও কমবে ভিভো-র নতুন ফোনের এই দুই কনফিগারেশনের দাম। আগামী ২৪ এপ্রিল থেকে ভিভো টি৩এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইডিয়ার ওয়েবসাইট এবং ভিভো সংস্থার পার্টনার রিটেল স্টোর থেকে ভিভো টি৩এক্স ৫জি ফোন কেনা যাবে। 


ভিভো টি৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 



  • এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি আলট্রা ভিশন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ওয়্যারড এবং ওয়্যারলেস হাই রেজোলিউশন অডিও সাপোর্ট। 

  • এই ফোনের ইনবিল্ট ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ডিসপ্লেতে রয়েছে TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন। 

  • ভিভো টি৩এক্স ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের এইচডি পোর্ট্রেট ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টার ফিচার, ইউজাররা কী কী সুবিধা পেতে চলেছেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।