WhatsApp Chat Filters: হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন চ্যাট ফিল্টার (Chat Filter) ফিচারের রোল আউট শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারের সুবিধা হোয়াটসঅ্যাপের (WhatsApp New Services) সমস্ত ইউজাররা পাবেন। হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টারের সাহায্যে আরও সুসজ্জিত থাকবে মেসেজ। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচার অনেকটা গুগলের জিমেলের মতো যেখানে তিনটি ফিল্টার অপশন পাওয়া যাবে। চ্যাট লিস্টের একদম উপরে থাকবে এই চ্যাট ফিল্টার ফিচার যার সাহায্যে গুরুত্বপূর্ণ মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে। পুরো চ্যাট লিস্টে স্ক্রল করার প্রয়োজন হবে না। অনেকসময়েই হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন মেসেজ আমাদের খুলে দেখা হয় না। পরপর মেসেজ আসতে থাকার কারণে এইসব না পড়া মেসেজ ক্রমশ চ্যাট লিস্টের নীচে চলে যায়। নতুন চ্যাট ফিল্টার ফিচারের সাহায্যে এইসব না পড়া অর্থাৎ আনরেড মেসেজ সহজে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে খুঁজে পাওয়া যাবে।
মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে চ্যাট ফিল্টার ফিচারের কথা। হোয়াটসঅ্যাপের এই পরিষেবার সাহায্যে 'আনরেড চ্যাট' সহজে খুঁজে পাবেন ইউজাররা। তিনটি আলাদা ফিল্টারের মাধ্যমে এই সমস্ত না দেখা, না পড়া চ্যাট খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচারে রয়েছে অল, আনরেড, গ্রুপ- এই তিনটি আলাদা ফিল্টারের সুবিধা। এই তিনটি অপশনই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টের একদম শীর্ষে। 'অল' অপশনে ইউজাররা ডিফল্ট ভিউ পাবেন। 'আনরেড' অপশনে থাকবে সেইসব মেসেজ, যেগুলি ইউজার 'আনরেড' বলে মার্ক বা চিহ্নিত করেছেন কিংবা খুলে দেখা হয়নি। আর 'গ্রুপ' অপশনে ইউজাররা দেখতে পাবেন গ্রুপ চ্যাট এবং কমিউনিটির সাব-গ্রুপের চ্যাট।
হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে ইউজার যদি সেই মুহূর্তে তা খুলে না দেখেন কিংবা পড়েন তাহলে অন্যান্য মেসেজের ভিড়ে ওইসব 'আনরেড' মেসেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে অনেক ক্ষেত্রেই হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ দেখা হয় না। সঠিক সময়ে জবাব দেওয়া হয়ে ওঠে না। এইসব সমস্যা এড়ানোর জন্যই হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ফিচার চালু হতে চলেছে।
আরও পড়ুন- অ্যামাজনের সেলে ওয়ানপ্লাসের কোন কোন ফোনের দাম কমেছে? কী কী ছাড় রয়েছে? দেখে নিন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।