Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'টি' সিরিজের (Vivo T Series Phone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোন (Vivo T4 5G)। আগামী ২২ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। এখানে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে। এছাড়াও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন একটি প্রসেসর। ভারতে মার্চ মাসে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনের। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের সম্ভাব্য ফিচার এবং দাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। 


ভিভো টি৪ ৫জি ফোনে কেমন ব্যাটারি থাকবে তা ইতিমধ্যেই এক্স মাধ্যমে নিশ্চিত করেছে সংস্থা 


এই ফোনে একটি ৭৩০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে। এর সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকবে ভিভো টি৪ ৫জি ফোনে। এর পাশাপাশি রিভার্স এবং বাইপাস চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। ফ্লিপকার্টে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে আগেই। অতএব বোঝাই যাচ্ছে ভারতে লঞ্চের পর ভিভো টি৪এক্স ৫জি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ভিভো টি৪ ৫জি ফোনের বাইপাস চার্জিং ফিচারের সাহায্যে ফোনের ব্যাটারি থেকে চার্জ নিয়ে চার্জার থেকে সরাসরি পাওয়ার ব্যবহার করা যাবে। 


ভিভো সংস্থা জানিয়েছে, এটি স্লিমেস্ট ফোন হতে চলেছে যেখানে একটি ৭৩০০ এমএএইচের ব্যাটারি থাকবে। মোট তিনটি রঙে ভিভো টি৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো টি৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED quad-curved ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15 - এর সাপোর্টে ফোন পরিচালিত হবে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 


ভিভো টি৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে চলেছে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। এমনটাই শোনা যাচ্ছে। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।