Vivo Phones: ভারতে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। আগামী ২৬ অগস্ট দুপুর ১২টার সময় এই ফোন দেশে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। একটি কোয়াড কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। ভারতে লঞ্চের পর অনলাইনে ভিভো টি৪ প্রো ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ভিভো টি৪ ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছে দেশে, ভিভো টি৩ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। এবার ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে দেশে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন।
ভারতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য)
এই ফোনের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে বলেই অনুমান। তবে কোন কোন র্যাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এবং তার দাম কত হবে তা নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে যে ভিভো টি৪ প্রো ৫জি ফোন ভারতে অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। নীল এবং সোনালি রঙে লঞ্চ হতে পারে ভিভো টি সিরিজের এই ৫জি ফোন।
ভিভো টি৪ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, জেনে নিন
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে ৩এক্স জুম সমেত। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে পিল শেপএর ক্যামেরা মডিউল। উপরে বাঁদিকের কোণে থাকবে ক্যামেরা মডিউল। ক্যামেরা আইল্যান্ডে দুটো ক্যামেরা সেনসর থাকবে। আর তৃতীয় ক্যামেরা এবং রিং- এর মতো Aura Light ফিচার থাকবে এর পাশেই।
- ফোনটি ৭.৫৩ মিলিমিটার পুরু হতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে পারে এই ফোনে। এছাড়াও পাবে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। অনেক AI ফিচার থাকতে চলেছে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৬০ ফোন
ভিভো ভি৬০ ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪০,৯৯৯ টাকা। ভিভো ভি৬০ ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা। তিনটি রঙে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে ভারতে।