Vivo T4R Phone: ভিভো সংস্থার নতুন একটি ফোন আসতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ সিরিজের একটি মডেল। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে ভিভো টি৪ লাইট ৫জি ফোন। গত মাসেই এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। শোনা যাচ্ছে, ভিভো টি৪ সিরিজের আওতায় এবার ভারতে লঞ্চ হবে ভিভো টি৪আর মডেল। এই প্রথম ভিভো সংস্থার 'আর' সেগমেন্টের ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ভিভো টি৪আর ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে।
ভারতে ভিভো টি৪আর ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য)
ভারতে খুব তাড়াতাড়ি ভিভো টি৪ সিরিজের এই ফোন লঞ্চ হতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। ভিভো টি৪আর ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
এর আগে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স এবং ভিভো টি৪ - এই দুই ফোন। এই দুই মডেলের মাঝে যুক্ত হবে ভিভো টি৪আর ৫জি মডেল। অনুমান করা হচ্ছে, এই ফোনের দাম ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে হতে পারে। ভিভো টি৪ সিরিজের আরও দু'টি ফোন লঞ্চ হয়েছে ভারতে। সেগুলি হল ভিভো টি৪ আলট্রা এবং ভিভো টি৪ লাইট।
ভিভো টি৪ লাইট ৫জি ফোন
ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪ লাইট ৫জি ফোন। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ভিভো টি৪ লাইট ৫জি ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এছাড়াও ভিভো 'টি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল যার দাম ১০,৯৯৯ টাকা। এর পাশাপাশি এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা।