Smartphones Under Rs 15000: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন (Vivo T4x 5G)। মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম। ভিভোর নতুন ৫জি ফোনে একটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। মিলিটারি গ্রেড ডিউরেবেলিটি রয়েছে এই ফোনে। অর্থাৎ সহজে ভেঙে যাবে না। ভিভো টি৪এক্স ৫জি ফোন জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না কারণ এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ভিভোর এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন।
ভারতে ভিভো টি৪এক্স ৫জি ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে শুরু হচ্ছে বিক্রি এবং কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে, জেনে নিন বিস্তারিত
ভারতে ভিভো টি৪এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। আর রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার দাম ১৬,৯৯৯ টাকা। মেরিন ব্লু এবং প্রন্টো পার্পল- এই দুই রঙে ভিভো টি৪এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হতে চলেছে ১২ মার্চ থেকে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। এছাড়াও পাওয়া যাবে নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে। বিক্রি শুরুর দিন ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড থাকলে।
ভিভো টি৪এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন কেনার আগে
- এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশনের ছবি দেখা যাবে এবং এতি একটি এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- ভিভো টি৪এক্স ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাহায্যে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপথ সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ও চৌকো আকৃতির ডায়নামিক লাইট ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।