Vivo Budget Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট সেগমেন্টের স্মার্টফোন (Budget Smartphone)। আর সেই সুযোগেই ভারতের স্মার্টফোনের বাজারে নিজেদের ব্যবসা আরও বাড়ানোর জন্য চিনের সংস্থা এবার একসঙ্গে ছয়টিরও বেশি বাজেট স্মার্টফোন (Vivo Budget Smartphone) লঞ্চ করতে চলেছে ভারতে। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। কয়েকদিন আগেই ভিভো সংস্থা ভারতে তাদের ভি২৫ সিরিজের প্রো মডেল ভিভো ভি২৫ প্রো লঞ্চ করেছে। এটি একটি মিড রেঞ্জের দাম। অর্থাৎ দাম মাঝামাঝি, খুব বেশি নয়, খুব কমও নয়। শোনা যাচ্ছে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভারতে একগুচ্ছ বাজেট ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে ভিভো কোম্পানির। টিপস্টার পারস গগলানি এই দাবি করেছেন।


ভারতে আসন্ন ভিভোর বাজেট স্মার্টফোন


টিপস্টার পারস গগলানির মতে ভিভো সংস্থা সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ করতে পারে ভিভো ওয়াই০২এস, ভিভো ওয়াই১৬, ভিভো ওয়াই২৫, ভিভো ওয়াই২২, ভিভো ওয়াই২২এস এবং ভিভো ওয়াই০১এ- এই ৬টি ফোন। তবে ফোনের নাম ছাড়া আর কোনও তথ্যই প্রকাশ্যে আনেননি ওই টিপস্টার।


ভিভো ভি২৫ প্রো


ভারতে দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে ভিভোর অনলাইন স্টোর থেকে। শোনা গিয়েছে, Pure Black এবং Sailing Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। 


এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। ভিভোর এই স্মার্টফোনে (Vivo 5G Smartphone) রয়েছে ৫জি নেটওয়ার্কের সাপোর্ট। Funtouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।  এখানে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও জানা গিয়েছে, ডিসপ্লের উপর রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এর পাশাপাশি ভিভো ভি২৫ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং কালার চেঞ্জিং রেয়ার প্যানেল।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2, থাকবে ৭ দিনের ব্যাটারি লাইফ