NoiseFit Core 2: নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2 লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টওয়াচের (Noise Smartwatch) ডিজাইন যথেষ্ট স্মার্ট। ওয়ার্ক আউটের পাশাপাশি এমনি সময়েও অনায়াসে ব্যবহার করা যাবে এই ডিভাইস। এখানে রয়েছে ২২ মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ (Silicon Strap)। নয়েজ সংস্থার দাবি, একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ (Battery Life) বজায় থাকবে এই স্মার্টওয়াচে। NoiseFit Core 2 স্মার্টওয়াচে রয়েছে একটি ১.২৮ ইঞ্চির ডিসপ্লে, যার মধ্যে স্ক্র্যাচ রেজিসট্যান্ট ফিচার রয়েছে। একাধিক হেলথ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। একটি হার্ট রেট সেনসর, একটি SpO2 ব্লাড অক্সিজেন সেনসর এবং ইন-বিল্ট পিডোমিটার রয়েছে NoiseFit Core 2 স্মার্টওয়াচে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ।


ভারতে NoiseFit Core 2 স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা


নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম দেশে ৩৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে। সেই সময় Introductory Price হিসেবে এই স্মার্টওয়াচের দাম কিছুটা কমতে পারে। কালো, নীল, সবুজ, ধূসর এবং গোলাপি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে।


NoiseFit Core 2 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ১। এই স্মার্টওয়াচে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ রিপ্লেসেবল অর্থাৎ পরিবর্তন করা সম্ভব।

  • ২। NoiseFit Core 2 স্মার্টওয়াচে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এর পাশাপাশি ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকতে পারে বলেও শোনা গিয়েছে। একটি ম্যাগনেটিক চার্জ রয়েছে এই ডিভাইসে।

  • ৩। এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার  রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না। এই স্মার্টওয়াচের ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত কাজ করবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১১.০ বা তার বেশি রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজে এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।

  • ৪। ফিটনেস সম্পর্কে সচেতনদের জন্য আদর্শ এই স্মার্টওয়াচ। কারণ এই ডিভাইসে রয়েছে অল ডে হার্ট রেট মেজারমেন্ট ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্টেপ অ্যান্ড ক্যালোরি কাউন্টিং ফিচার। এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে ডিভাইসের সঙ্গে সংযুক্ত ফোনে আসা ফোনকল বা মেসেজ নোটিফিকেশন দেখা যায়। এর পাশাপাশি অ্যালার্ম দেওয়া যায় এই স্মার্টওয়াচে এবং ক্যালেন্ডার ফিচারের সাপোর্টও রয়েছে।  


আরও পড়ুন- ভারতে হাজির নয়েজের নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে ৭দিন পর্যন্ত থাকবে ব্যাটারি