Vivo V23 Pro: বদলে যাচ্ছে সিরিজের নাম। Vivo V21-এর পরিবর্তে এবার আসতে চলেছে Vivo V23 সিরিজ।টেক সাইটগুলির রিপোর্ট বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই বিশ্ব বাজারে লঞ্চ হবে চিনা কোম্পানির এই ফোন।
Vivo V23 Pro specs: নতুন ফোনে ক্যামেরাতেই হাইলাইট রাখছে ভিভো।শোনা যাচ্ছে, ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেবে কোম্পানি। ৪ জানুয়ারি লঞ্চ হবে এই ফোন। টেক বল্গারদের মতে, ফোনে ক্যামেরার পাশাপাশি নজর কাড়বে ডিভাইসের রং ও ডিজাইন। ফোনে থাকছে Dimensity 800U চিপসেট। অক্টাকোর এই চিপসেট ভাল পারফরম্যান্স দিতে সক্ষম। এ ছাড়াও ফোনে থাকছে ৮ জিবি RAM 256 জিবি সর্বোচ্চ স্টোরেজ।
91mobiles টেক সাইটের রিপোর্ট বলছে, প্রথমে ভারতে লঞ্চ হবে Vivo V23 Pro। পরবর্তীকালে Vivo V23 স্ট্যানডার্ড ভ্যারিয়েন্ট ভারতে আসবে। তবে শোনা যাচ্ছে, এই ফোন আসার পর উঠে যাবে Vivo V21-এর সিরিজ। তবে Vivo V23e ভ্যারিয়েন্ট ভারতে আসছে কিনা তা নিয়ো কোনও খোলসা করা হয়নি রিপোর্টে। কদিন আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছে Vivo V23e 5G। তাই নতুন করে ভারতে এই ফোন লঞ্চ করার বিষয়ে জল্পনা বাড়ে। যদিও এই বিষয়ে এখনও সেরকম কোনও খবর পাওয়া যাচ্ছে না।
Vivo V23 Pro specs: Vivo V23e ভ্যারিয়েন্টের কথা চিন্তা করলে ফোনে থাকতে পারে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। বেস ভ্যারিয়েন্টেই ৮ জিবি RAM ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে ফোনে।
Vivo V23 Pro : কেমন হবে ক্যামেরা ? কদিন আগে থাইল্যান্ডে ভিভোর যে ফোন লঞ্চ হয়েছে , তাতে ৫০ মেগার প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।পাশাপিশা ফোনে রয়েছে ২ মেগার ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ফোনে দেওয়া হয়েছে ৪৪ মেগাপিক্সেলের টপ শ্যুটার। তবে এই সব স্পেকস বা ফিচার Vivo V23 Pro-তে আসবেই তা হলফ করে বলা যাচ্ছে না। আগামী দিনে কোম্পানির অফিশিয়াল সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল থেকে কিছু খবর সামনে এলেই সব জানা যাবে।