Vivo V23 5G ও Vivo V23 Pro 5G এর আত্মপ্রকাশের এক মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে Vivo V23e 5G। লঞ্চের আগেই এর দাম ও সময়সূচি অনলাইনে জানানো হয়েছে। গত মাসে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছে Vivo V23e 5G । 


Vivo V23e 5G: স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ সহ বৈশিষ্ট্য রয়েছে। ফোনে রয়েছে একটি MediaTek Dimensity 810 চিপসেট। 8GB RAM ছাড়াও Vivo V23e-তে পেতে পারেন 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। 


Vivo V23e 5G Price: ভারতে Vivo V23e 5G -র দাম 25,000-30,000 টাকার মধ্যে হওয়ার কথা। 91Mobiles-এর রিপোর্ট প্রকাশিত হয়েছে এই তথ্য। স্মার্টফোনটি ফেব্রুয়ারির প্রথম দিকে দেশে লঞ্চ হবে বলে জানা গেছে। Vivo V23 5G ও Vivo V23 Pro 5G আসার মাত্র এক মাস পরেই লঞ্চ হতে পারে এই ফোন। Vivo V23e 5G-র  8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের থাইল্যান্ডে 12,999 THB (প্রায় 29,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। ফোনটি মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে আত্মপ্রকাশ করেছে।


Vivo V23e 5G Specs: Vivo V23e 5G-এর থাইল্যান্ড ভ্যারিয়েন্ট Android 11-এ চলে। FunTouch OS 12-এ চলে এই ফোন। ডিভাইসে রয়েছে একটি 6.44-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে। এটি 8GB RAM সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসরে চলে। ফটো ও ভিডিয়োগুলির জন্য, Vivo V23e 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে একটি f/1.8 লেন্স সহ 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি 8-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল শ্যুটার দিয়েছে কোম্পানি। সঙ্গে পাবেন আরও একটি 2-মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে, Vivo V23e 5G এর সামনে একটি 44-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দিয়েছে কোম্পানি।


Vivo V23 Pro 5G Launch Date: বছর শুরুর সপ্তাহেই থাকছে চমক। ভারতে আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে Vivo V23 5G সিরিজ। কোম্পানির দুই স্মার্টফোনের মধ্যে থাকছে Vivo V23 5G ছাড়াও Vivo V23 Pro 5G। 


Vivo V23 Pro 5G Launch: কোম্পানির তরফে দাবি করা হয়েছে, দেশে সবথেকে পাতলা 3D কার্ভ ডিসপ্লে স্মার্টফোন (7.36mm)হবে এই ডিভাইস। ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে ফোনের অফিশিয়াল টিজার। একটি ম্যাচ চলাকালীন Vivo V23 5G সিরিজের অফিশিয়াল টিজার ভিডিওটি দেখা যায়। যেখানে Coming Soon দিয়ে শেষ হয়েছে ভিডিয়ো।