নয়া দিল্লি : বছর শেষ হতে আর কয়েক ঘণ্টা। আসতে চলেছে নতুন বছর। তার আগে একবার ফিরে দেখা যাক- এবছর বিশ্বের সেরা দশ ধনীর তালিকা। আর্থিক দিকে যাঁরা রাজত্ব করলেন...


এই তালিকায় প্রথমেই রয়েছেন Tesla-র CEO ইলন মাস্ক(Elon Musk)। Bloomberg Billionaires Index অনুযায়ী, মাস্ক ২০২১ সালে তাঁর মোট সম্পদের সঙ্গে $১২১ বিলিয়ন যোগ করেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন তিনি। তাঁর মোট সম্পদ $ ৩০০ বিলিয়ন অতিক্রম করেছে। ২৯ ডিসেম্বর পর্যন্ত, মাস্কের মোট সম্পদ ছিল $ ২৭৭ বিলিয়ন।


দ্বিতীয় স্থানে রয়েছেন- আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অবশ্য তাঁর মোট সম্পদের সঙ্গে খুব একটা যোগ করতে পারেননি। সিএনবিসি জানিয়েছে, ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। মাত্র $৫ বিলিয়ন যোগ করেছেন।


আরও পড়ুন ; একঘেয়ে জীবন ধনকুবেরের! সব ছেড়ে নতুন ভাবে জীবন শুরু করতে চান ইলন মাস্ক


তৃতীয় স্থানটি বার্নার্ড আর্নল্টের। তাঁর মোট সম্পদ ১৭৬ বিলিয়ন ডলারের (তিনি ২০২১ সালে $ ৬১ বিলিয়ন যোগ করেছেন) । আর্নল্ট হল বিলাস দ্রব্য LVMH-এর সিইও। যারা লুই ভিটন, ক্রিশ্চিয়ান ডিওর এবং গিভেঞ্চির মতো ব্র্যান্ডের মালিক ৷


চতুর্থ স্থানে আছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মোট সম্পদ $১৩৯ বিলিয়নে বেড়েছে। ২০২১ সালে মোট সম্পদের সঙ্গে ৭ বিলিয়ন ডলার যোগ করেছেন তিনি।


Google-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ $ ১৩০ বিলিয়ন নেট মূল্যের সাথে ২০২১ সালে  $ ৪৭ বিলিয়ন যোগ করেছেন, পৃথিবীর পঞ্চম ধনী ব্যক্তি।


ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ১২৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ষষ্ঠ স্থানে। তিনি এই বছর ২৪ বিলিয়ন ডলার যোগ করেছেন।


সপ্তম স্থানে Google-এর আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন $ ১২৫ বিলিয়ন সম্পদের সাথে ২০২১ সালে $ ৪৫ বিলিয়ন যোগ করেছেন।


ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও এবং এনবিএর লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বালমার, ২০২১ সালে ৪১ বিলিয়ন ডলার যোগ করেছেন এবং তাঁর মোট মূল্য ১২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 


Cloud major Oracle-এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন $১০৯ বিলিয়ন নিয়ে (২০২১ সালে $ ২৯ বিলিয়ন যোগ করে) নবম স্থানে থেকেছেন। 


বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট নেট মূল্য $ ১০৯ বিলিয়ন এবং ২০২১ সালে $ ২১ বিলিয়ন যোগ করে দশমতম স্থানে ছিলেন তিনি। বিশ্বের এই ১০ জন ধনী ব্যক্তি এবছর প্রায় $ ৪০২.১৭ বিলিয়ন যোগ করেছেন।