Vivo Smartphones: ভিভো ‘ভি’ সিরিজের (Vivo V Series Smartphone) দু’টি ফোনের ছবি প্রকাশ্যে এসেছে বলে শোনা গিয়েছে। আর তা থেকে এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আন্দাজ করা সম্ভব হচ্ছে। ভিভো ভি২৫ (Vivo V25) এবং ভিভো ভি২৫ই (Vivo V25e)- এই দুই ফোনের ছবি প্রকাশ্যে এসেছে বলা শোনা গিয়েছে। এই দু’টি ফোনই ভিভো ভি২৫ সিরিজের (Vivo V25 Series Smartphone) মডেল। শোনা যাচ্ছে, এই দুই ফোন লঞ্চ হতে পারে দুটো রঙে। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে যে ভিভো ভি২৫ ফোনে থাকতে পারে একটি কালার চেঞ্জিং রেয়ার প্যানেল (colour Changing Rear Panel)। অর্থাৎ ফোনের পিছনের অংশের রঙ পরিবর্তন হতে পারে।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ
ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ই- দুটো ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকবে বলা শোনা যাচ্ছে। এর পাশাপাশি উল্লেখ্য, যে ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। ভিভো ভি২৫ প্রো লঞ্চ হবে আগামী ১৭ অগস্ট ভারতীয় সময় দুপুর ১২টায়।
রঙের অপশন
টিপস্টার পারস গগলানি ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ই, এই দুই ফোনের ছবি প্রকাশ্যে এনেছেন। ভিভো ভি২৫ ফোন লঞ্চ হতে পারে ডায়মন্ড ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড রঙে। অন্যদিকে শোনা গিয়েছে, সানরাইজ গোল্ড কালার অপশনের মডেলেই থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে ভিভো ভি২৫ই ফোন কালো এবং কমলা রঙে লঞ্চ হতে পারে।
দুই ফোনের এক্সটিরিয়র বা বাইরের ডিজাইন
ভিভো ভি২৫ সিরিজের এই দুই ফোন প্রায় একই রকমের দেখতে হবে বলে শোনা যাচ্ছে। যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেখান থেকে আন্দাজ করা হচ্ছে যে ভিভো ভি২৫ ও ভিভো ভি২৫ই- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। AI ক্যামেরা সেনসরও থাকতে পারে এই মডিউলে। শুধুমাত্র এই দুই ফোনের রেয়ার প্যানেলের ছবিই প্রকাশ্যে এসেছে।
ভারতে ভিভো ভি২৫ প্রো লঞ্চ
আগামী ১৭ অগস্ট দুপুর ১২টায় ভিভোর এই ফোন ভারতে লঞ্চ হবে। এছাড়াও ভিভো ভি২৫ ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই ভ্যানিলা মডেল লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- এই দিন ভারতে আসছে স্যামসাঙের ফোল্ডেবল স্মার্টফোন, কত দাম জানেন ?