Vivo V27 Series: ভিভো সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে ভি২৭ সিরিজ (Vivo V27 Series)। যদিও ভিভো সংস্থা এখনও এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। ভিভো ভি২৭ সিরিজে দুটো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি২৭ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশ থেকে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন মার্চ মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা বা বেস মডেল ভিভো ভি২৭ ৫জি- তে থাকতে পারে একটি মিডিয়াটেক ৭২০০ প্রসেসর। এখনও এই প্রসেসরের কথা ঘোষণা করেনি মিডিয়াটেক সংস্থা। অনুমান আগামী দিনে এই প্রসেসরের কথা ঘোষণা করবে সংস্থা। এছাড়াও ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে নতুন মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও নিও ৭ ৫জি ফোনের সঙ্গে এই প্রসেসর ভারতে লঞ্চ হতে পারে। ভিভো ভি২৭ সিরিজের ফোনদুটি দুটো রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কালো এবং কালার চেঞ্জিং ব্লু ভ্যারিয়েন্টে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই দুই ফোন দুটো র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। বেস মডেলে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। আর একটি ভ্যারিয়েন্টে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোন ফ্লিপকার্ট এবং ভিভো ই-স্টোর ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
Xiaomi 13 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির (Xiaomi Smartphone) নতুন স্মার্টফোন। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ভারতে লঞ্চ হতে পারে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো চতুর্থ ফোন হতে চলেছে যেখানে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকতে চলেছে। এর আগে আইকিউওও ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১ ৫জি ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। শাওমি ১৩ প্রো ফোনের দাম কত হতে পারে তা এখনও জানায়নি শাওমি কর্তৃপক্ষ।
আরও পড়ুন- ৭ হাজার টাকারও কমে ভারতে হাজির মোটোরোলার নতুন স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে