নয়া দিল্লি: বর্তমানে না কি প্রতি মুহূর্তে কয়েক কোটি মার্কিন ডলার খুইয়ে চলেছে টুইটার (Twitter)। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে এই মাইক্রোব্লগিং সাইটটি। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দাবি করেছেন যে টুইটারকে রক্ষা করতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও উপায় তাঁর কাছে ছিল না। ফলে এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন। 


ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন ইলন মাস্ক। যদিও তখন একথা অস্বীকার করেন তিনি। তবে এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।   






আরও পড়ুন, 'টাকা যাচ্ছে কোথায়? নেতাদের পেটে?' ডিএ মামলায় রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে খোঁচা দিলীপের


যদিও কর্মী ছাঁটাইয়ের বিষয়টিকে নমনীয় করতে চেয়ে ইলন মাস্ক বলেন, যাঁদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের তিন মাসের বেতন দিয়ে দেওয়া হবে। যা আইনতভাবে প্রায় ৫০ শতাংশ বেশি। একটি টুইটে ইলন মাস্ক বলেন, "সংস্থাটি বর্তমানে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার প্রতিদিনে খুইয়ে চলেছে। ফলে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।"  


সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, টুইটার সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই সকল কর্মীদের কাছে, একটি ইমেল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, টুইটার সংস্থাকে স্বাস্থ্যকর পথে নিয়ে আসতে,  আমাদের বিশ্বজুড়ে কর্মীছাটাইয়ের মতো কঠোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হবে। 


ব্লুমবার্গ সূত্রে খবর, টুইটারের কর্ম পদ্ধতির মধ্যেও বদল আনতে চলেছেন ইলন মাস্ক। এই সংস্থার কর্মীরা যেখান থেকে চাইলে কাজ করতে পারতেন, তবে এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে এবার। এরপর থেকে অফিসে এসেই কাজ করতে হবে পরিকল্পনা নিয়েছেন মাস্ক, বলে খবর। যদিও কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম থাকতে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এরপর থেকে সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হতে পারে বলে খবর।