Vivo Smartphone: ভিভো ভি২৯ লাইট (Vivo V29 Lite) ফোন নিয়ে আপাতত কাজ করছে ভিভো সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও ভিভো (Vivo Smartphone) সংস্থা এখনও এই ফোন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন। শোনা যাচ্ছে ভিভো ভি২৯ লাইট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হতে পারে এই ফোন। এছাড়াও ভিভো ভি২৯ লাইট ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 


টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, ভিভো ভি২৯ লাইট ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ভিভো 'ভি' সিরিজের আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিভো ভি২৯ লাইট ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর থাকতে পারে এই সেটআপে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর থাকার কথাও জানিয়েছেন এই টিপস্টার। এছাড়াও থাকতে পারে ডুয়াল সিম এবং হাইব্রিড এসডি কার্ডের স্লট,ব্লুটুথ ৫.১ এবং ওয়াই-ফাই সাপোর্ট। টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট থাকতে পারে এই ফোনে।


ভিভো ভি২৯ সিরিজের আরও একটি ফোনের কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই মডেলটি হল ভিভো ভি২৯ই। অনলাইনেই এই নাম দেখা গিয়েছে। এই ফোনে একটি ডিমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৪৬০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আর থাকতে পারে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সোয়ালি, নীল এবং কালো রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ভিভো ভি২৯ই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। 


Samsung Smartphone: ভারতে আসছে স্যামসাংয়ের নতুন ফোন। খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি (Samsung Galaxy A14 4G) ফোন। জানা গিয়েছে, এই ফোন স্যামসাংয়ের বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) গ্যালাক্সি 'এ' সিরিজের ফোন হতে চলেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে, তার দামই বা কত হতে পারে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এর আগে চলতি বছরেই মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোন। 


আরও পড়ুন- গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে