Vivo V29 Pro: ভিভো ভি২৯ সিরিজ (Vivo V29 Series) ভারতে লঞ্চ হতে চলেছে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। এক টিপস্টারের দাবি, ভিভো ভি২৯ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী মাসে অর্থাৎ জুন মাসে। ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) সাকসেসর হিসেবে ভিভো ভি২৯ সিরিজ লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, ভিভো ভি২৯ প্রো (Vivo V29 Pro) ফোন ভারতে লঞ্চ হতে পারে। জুন মাসে এই ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে কার্ভড ফ্রন্ট এবং রেয়ার প্যানেল থাকতে পারে।
ভিভো ভি২৯ প্রো ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে এবং তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
- ভিভো ভি২৯ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেওসর থাকার কথা রয়েছে।
- ভিভো ভি২৯ সিরিজের আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। প্রসেসর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এই ফোনে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাংয়ের (Samsung Smartphone) এই ফোনে সংস্থার নিজস্ব octa-core Exynos SoC থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। গাঢ় নীল এবং রুপোলি রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন। এর সঙ্গে থাকতে পারে চকচকে একটি ফিনিশ। স্যামসাংয়ের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলে লম্বা ভাবে এই ক্যামেরা মডিউল সাজানো থাকতে পারে। ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে এলইডি ফ্ল্যাশ ইউনিট। ডুয়াল সিম থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে। Wi-Fi 6 কানেক্টিভিটিও থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ