Vivo Smartphones: ভিভো ভি৩০ সিরিজ (Vivo V30 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। ভিভো সংস্থার ওয়েবসাইটে এই দুই ফোনের লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। তিনটি রঙে ভিভো ভি৩০ প্রো ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনের ক্যামেরা ফিচার এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি তাইল্যান্ডে ভিভো ভি৩০ সিরিজ লঞ্চ হতে চলেছে। তবে ভারতে ভিভো ভি৩০ সিরিজ কবে লঞ্চ হবে তার কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।


এই দুই ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য পাওয়া গিয়েছে দেখে নেওয়া যাক


Andaman Blue, Classic Black, Peacock Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি৩০ সিরিজের দুই ফোন ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো। এর পাশাপাশি জানা গিয়েছে, ভিভো ভি৩০ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভিভো ভি৩০ সিরিজের ফোন দু'টিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। অন্যদিকে ভিভো ভি৩০ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো ভি৩০ প্রো মডেলে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে ভিভো ভি৩০ প্রো ফোনে। এছাড়াও ভিভো ভি৩০ সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। 


ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ সিরিজ


ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ ফোন। আগামী ৭ মার্চ এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। শাওমি ১৪ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জে ৩ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS সাপোর্ট থাকতে চলেছে। এই ফোনে একটি 1.5K LTPO AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টোজ হবে। এর পাশাপাশি ডিসপ্লের উপরে থাকতে চলেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।


আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?