Oppo Smartphone: ওপ্পো এফ২৫ প্রো ৫জি (Oppo F25 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৯ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই ওপ্পো (Oppo Smartphones) সংস্থা তাদের এই ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এনেছে। ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোন কোন কোন রঙে লঞ্চ হবে এবং ডিজাইন কেমন হবে অর্থাৎ ফোন দেখতে কেমন হবে সেই প্রসঙ্গে বেশ কিছু তথ্য জানা গিয়েছে আনুষ্ঠানিক লঞ্চের আগেই। এবার ভারতে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের দাম কত হতে চলেছে সেই আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আরও কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও জানা গিয়েছে। যেমন- এই ফোনের চিপসেট, ব্যাটারি, অপারেটিং সফটওয়্যার কেমন হবে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। 


ভারতে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের দাম কেমন হতে পারে


টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে দাবি করেছেন, ওপ্পোর আসন্ন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ২২,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে পারে ২৪,৯৯৯ টাজা। ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পাবেন বলেও জানিয়েছেন ওই টিপস্টার। 


এবার দেখে নেওয়া যাক ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে



  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে পারে।

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ইউজার ইন্টারফেস আউট অফ্য বক্সের সাহায্যে।

  • ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

  • এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।  


এর আগে শোনা গিয়েছিল, ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এর উপরে Panda Glass protection থাকার কথা রয়েছে। এছাড়াও ওপ্পো সংস্থার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেনসর-সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকার কথা রয়েছে। লাভা রেড এবং ব্লু শেড (রিপল লাইক প্যাটার্ন) - এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো এফ২৫ ৫জি ফোন। অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি, কবে লঞ্চ হতে পারে এই ফোন?