Vivo Phones: ভারতে দ্রুত আসছে ভিভোর নতুন ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

Vivo V50e: পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু-এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন লঞ্চ হতে পারে ভারতে। কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও ফোনের পিছনের অংশে গ্লাস ব্যাক থাকবে। আর থাকবে মেটাল ফ্রেম।

Continues below advertisement

Vivo Phones: ভিভো ভি৫০ই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভিভো সংস্থার 'ভি' সিরিজের এই ফোন দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো ভি৫০ই ফোনে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়াও এই ফোনের ৫০ ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত একাধিক ফিচার যেমন 'সার্কেল টু সার্চ' থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনে। ভিভো ভি৪০ই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৫০ই মডেল। 

Continues below advertisement

ভিভো ভি৫০ই ফোনে কী কী ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে, জেনে নিন 

পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু - এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন লঞ্চ হতে পারে ভারতে। কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও ফোনের পিছনের অংশে গ্লাস ব্যাক থাকবে। আর থাকবে মেটাল ফ্রেম। ভিভো ভি৪০ই ফোনের মতোই ভিভো ভি৫০ই ফোনের ব্যাক প্যানেলেও ভার্টিকাল রেয়ার ক্যামেরা মডিউল এবং অরা লাইট ফিচার থাকবে। 

ভিভো ভি৫০ই ফোনে একটি সোনি মাল্টিফোকাল প্রো পোর্ট্রেট ক্যামেরা থাকতে চলেছে। তিনটি ফোকাল লেংথ ২৬ মিলিমিটার (১ এক্স), ৩৯ মিলিমিটার (১.৫ এক্স), ৫২ মিলিমিটার (২এক্স) থাকবে এই ক্যামেরায়। ভিভো ভি৫০ই ফোনের সেলফি এবং রেয়ার ক্যামেরা সেনসরের সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনের ক্যামেরা সেটআপে ওয়েডিং প্রোর্ট্রেট স্টুডিও ফিচার থাকতে চলেছে। এই ফিচারে আসলে রয়েছে ওয়েডিং স্টাইল পোর্ট্রেট এবং ফিল্ম ক্যামেরা মোড - এই দুইয়ের সম্মিলিত ফিচার। 

ভিভো ভি৫০ই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। জল এবং ধুলোয় সহজে এই ফোন নষ্ট হবে না। এই ফোন ৭.৩ মিলিমিটার পুরু হবে। ভিভো ভি৫০ই ফোনে একাধিক এআই ফিচার থাকতে চলেছে। 

ভারতে আসছে ভিভো টি৪ ৫জি ফোন, লঞ্চ হবে এপ্রিলেই 

গতবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে ভিভো টি৪ ৫জি ফোন। শোনা গিয়েছে, নতুন ফোনে নাকি ৭৩০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে। এর আগে ভারতে এত বড় ব্যাটারি নিয়ে কোনও ফোন লঞ্চ হয়নি। ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola