Infinix Smart 8: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন। সম্প্রতি তেমনই আভাস পাওয়া গিয়েছে। কিছুদিন আগেই এই ফোন নাইজিরিয়াতে লঞ্চ হয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্স (Infinix Smartphones) সংস্থা তাদের আসন্ন ফোন সম্পর্কে কিছু ফিচার এবং রঙের অপশন প্রকাশ করেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে একথা শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। অনুমান করা হচ্ছে, এই ফোনে গ্লোবাল মডেলের মতোই হবে ভারতীয় ভ্যারিয়েন্ট। ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ইনফিনিক্স সংস্থা তাদের স্মার্ট ৮ সিরিজের একটি মডেল লঞ্চ করেছিল। সেই সময় লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি (Infinix Smart 8 HD) ফোন। 


ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন সম্পর্কে যা যা তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে 


ফোনের ডিজাইন এবং রঙের অপশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে একটি কাঠের মতো দেখতে ব্যাক প্যানেল থাকতে পারে। কালো, সোনালি এবং সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। জানা গিয়েছে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর থাকবে। তার সঙ্গে থাকবে একটি সেকেন্ডারি সেনসর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকবে। তবে এই সেকেন্ডারি সেনসর কত মেগাপিক্সেলের হবে তা জানা যায়নি। রেয়ার ক্যামেরা মডিউলে একটি এলইডি লাইট ইউনিট থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবগ এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে ম্যাজিক রিং ফিচার। এই ফিচার অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো যা দেখা যায় আইফোনে। সেখানে সমস্ত নোটিফিকেশন এবং অন্যান্য অ্যালার্ট লক্ষ্য করা যায়।


যেহেতু বলা হচ্ছে, ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের গ্লোবাল ভার্সানের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে, তাই অনুমান দুটো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রায় একই হবে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবগ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এক্সপ্যান্ডেবল র‍্যামের সাহায্যে আরও ৪ জিবি বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ। একইভাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন পরিচালিত হয় Android 13-based XOS 13- এর সাহায্যে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে। 


আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের?