Vivo Smartphones: ভিভো এক্স১০০ আলট্রা (Vivo X100 Ultra), ভিভো এক্স১০০এস (Vivo X100s) এবং ভিভো এক্স১০০এস প্রো (Vivo X100s Pro)- এই তিনটি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৩ মে। আপাতত চিনেই লঞ্চ হবে ভিভো এক্স১০০ সিরিজের এই তিনটি ফোন। ভারতে এই ফোনগুলি আদৌ লঞ্চ হবে কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি। চিনে ইতিমধ্যেই ভিভোর অনলাইন স্টোরে এই তিন ফোনের প্রি-রিজার্ভেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ভিভো এক্স১০০ আলট্রা, ভিভো এক্স১০০এস এবং ভিভো এক্স১০০এক্স প্রো- এই তিন ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে। এর পাশাপাশি জানা গিয়েছে ভিভো এক্স১০০ আলট্রা এবং ভিভো এক্স১০০এক্স প্রো- এই দুই ফোন স্পেস গ্রে, টাইটেনিয়াম এবং হোয়াইট মুনলাইট- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে। আর ভিভো এক্স১০০এক্স ফোন লঞ্চ হবে স্পেস গ্রে, ব্লু ক্লাউড, টাইটেনিয়াম এবগ হোয়াইট মুনলাইট- এই চারটি রঙে। ভিভো এক্স১০০ সিরিজের এই তিনটি ফোনে থাকতে চলেছে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা। 


ভিভো এক্স১০০ আলট্রা এবং ভিভো এক্স১০০এস প্রো- এই দুই ফোন তিনটি র‍্যাম ও স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে বলে আভাস দিয়েছে চিনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। এই দুই ফোনে লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ নিয়ে। অন্যদিকে ভিভো এক্স১০০এস ফোন লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ নিয়ে। 


ভারতে সম্প্রতি দুটো ৪জি ফোন লঞ্চ করেছে ভিভো সংস্থা 


ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই১৭ সিরিজের সাকসেসর হিসেবে এই দুই মডেল লঞ্চ হয়েছে দেশে। ২০১৯ সালে ভিভো ওয়াই১৭ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। তার ৫ বছর পর ২০২৪ সাল অর্থাৎ চলতি বছর ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৮ সিরিজের দু'টি ফোন ভিভো ওয়াই১৮ এবং ভিভো ওয়াই১৮ই। 


আরও পড়ুন- আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।