Vivo X90 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স৯০ সিরিজের দু'টি ফোন ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro)। এই দুই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড FunTouch OS- এর সাপোর্ট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসর। ভিভো এক্স৯০ সিরিজে রয়েছে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর সেখনে রয়েছে স্পেশ্যাল ভিভো ভি২ চিপ যা ইমেজ প্রসেসিংয়ে সাহায্য করবে। ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে একটি ১ ইঞ্চির সোনি সেনসর। ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো, দুই ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির কার্ভড থ্রিডি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। চিন এবং মালয়েশিয়ার পর এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে ভারতে।
ভিভো এক্স৯০ ও ভিভো এক্স৯০ প্রো ফোনের দাম
ভিভো এক্স৯০ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৩,৯৯৯ টাকা। Asteroid Black এবং Breeze Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো এক্স৯০ ফোন।
ভিভো এক্স৯০ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা। একটিই কালো রঙের শেডে এই ফোন পাওয়া যাবে।
আপাতত ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোনের জন্য প্রি-বুকিং করা যাচ্ছে। আগামী ৫ মে থেকে শুরু হবে বিক্রি। ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট থেকেও এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অন্যান্য রিটেল স্টোর থেকে। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআও এবং আইডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে ভিভো এক্স৯০ সিরিজের ফোন প্রিবুকিং করলে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
Samsung Galaxy Smartphone: স্যামসাং সংস্থা গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) লঞ্চ করেছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে। এরপর থেকেই নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে বাজারে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা এবার স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) লঞ্চ করতে চলেছে। ২০২৪ সাল অর্থাৎ আগামী বছর এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে আনুষ্ঠানিক ভাবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন (Samsung Galaxy S24 Ultra)। এই ফোনে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক যানবাহনে যে ধরনের ব্যাটারি থাকে সেই অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি থাকতে পারে। এর ফলে ফোনের ব্যাটারি লাইফ ভাল হবে। অর্থাৎ অনেকক্ষণ চার্জ বজায় থাকবে ফোনে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ফোন? দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে?