Poco F5: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ (Poco F5) ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই ৯ মে এই ফোন দেশে লঞ্চ হবে। পোকো এফ৫ ফোনে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোন ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে পোকো এফ৫ ফোনে। সেই সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চের দিনই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে পোকো এফ৫ ফোন। এর সঙ্গে লঞ্চ হবে পোকো এফ৫ প্রো মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, পোকো এফ৪ ফোন লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২২ সালে। তারই সাকসেসর হিসেবে পোকো এফ৫ ফোন লঞ্চ হতে চলেছে।


পোকো এফ৫ ফোনের সম্ভাব্য দাম


শোনা যাচ্ছে, পোকো সংস্থার 'এফ' সিরিজের ফোন পোকো এফ৫ ফোনের দাম হতে পারে ২৮ থেকে ২৯ হাজার টাকার মধ্যে। বেস ভ্যারিয়েন্টের দাম এই রেঞ্জে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার পোকো এফ৫ ফোনের বেস মডেলের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। 


পোকো এফ৫ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • পোকো এফ৫ ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাহায্যে।

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চিএ ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকার সম্ভাবনা রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • পোকো এফ৫ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone) তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। প্রথমে চিনে লঞ্চ হবে আইকিউওও ১২ ৫জি (iQoo 12 5G) মডেল। এই ফোনে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং (200W Fast Charging Support) সাপোর্ট থাকতে পারে। ক্রেতাদের আকর্ষণের জন্য আজকাল সব কোম্পানিই তাদের স্মার্টফোনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া রাখতে চায়। স্মার্টফোনের ক্ষেত্রে এমনিতেও চার্জিং ফিচার খুবই গুরুত্বপূর্ণ। তাই আইকিউওও ১২ ৫জি ফোনে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখতে চলেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই হাই রেঞ্জের ফাস্ট চার্জিং ফিচার সম্পন্ন ফোন লঞ্চ করেছে রেডমি, রিয়েলমি, ইনফিনিক্স এবং ওপ্পো সংস্থা। এবার সেই দলেই নাম লেখালো আইকিউওও সংস্থা।


আরও পড়ুন- মেয়েবেলা থেকে বার্ধক্য, মাত্র ৩০ সেকেন্ডে ৯০ বছরের জীবনকাল, বাকরুদ্ধ করল AI