Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। এবছর এপ্রিল মাসের শেষে অর্থাৎ চলতি মাসের শেষে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে চলেছে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন। চিনে গতবছর নভেম্বর মাসে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটেও এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ এপ্রিল এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ভিভো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে ভিভো এক্স৯০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। 


ভিভো এক্স৯০ সিরিজ প্রসঙ্গে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য



  • ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে।

  • ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোনের দাম ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে অনুমান।

  • জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন এই দুই ফোন আগামী ২৬ এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে। 

  • এই দুই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13-র সাহায্যে এই দুই ফোন পরিচালিত হতে পারে।

  • ভিভো সংস্থার কাস্টম ভি২ চিপ থাকতে পারে ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোনে। ইমেজ প্রসেসিংয়ের কাজে ব্যবহার হবে এই চিপ।

  • এই স্মার্টফোন সিরিজে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ভিভো এক্স৯০ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা সেনসর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 

  • ভিভো এক্স৯০ প্রো ফোনে থাকতে পারে দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 

  • ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- দুটো ফোনেই ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ভিভো এক্স৯০ ফোনে ৪৮১০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে প্রো মোডেলে থাকতে পারে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার। 


পোকো সি৫১- ভারতে লঞ্চ হয়েছে পোকো 'সি' সিরিজের নতুন ফোন পোকো সি৫১। এই ফোনের ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার টাকা। 


আরও পড়ুন- কম বাজেটে দুরন্ত ফিচার, ভরসা ব্য়াটারিতেও, বাজারে POCO-এর নয়া ফোন